অনুব্রতহীন বীরভূম
তার মাঝেই পঞ্চায়েত ভোট
মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনেই চরম বিভ্রান্তি
১০০ জন বিরোধী দলের লোকেরা জমা দিতে পারলেন না মনোনয়নপত্র
মনোনয়নপত্র দাখিল করতে আসতেই বাড়ি ফিরিয়ে দেয়া হলো তাদের
ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে
কোন কারণে তাদের ফিরিয়ে দেয়া হলো
ঠিক কোন উদ্দেশ্যে?
পঞ্চায়েত ভোটের আগেই একের পর এক বিভ্রান্তিকর চিত্র গ্রাম বাংলার।
ঢাকে কাঠি পড়ে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচন একেবারে কড়া নাড়ছে দোরগোড়ায়। জেলায় জেলায় ইতিমধ্যেই প্রস্তুতি চরমে । এর মাঝেই বীরভূমের লোকেরা যেন অনুভব করছে অনুব্রতের অনুপস্থিতি। প্রথমবার বীরভূমের মাটিতে পঞ্চায়েত ভোট অথচ কেষ্ট নেই। তবে তা নিয়ে যদিও কিছু আটকে নেই। গতকাল অর্থাৎ ৯ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র দাখিল করা ১৫ তারিখ পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। তবে এই দিন বীরভূমে দেখা গেল এক অদ্ভুত চিত্র। মনোনয়নপত্র দাখিল করতে আসল তো শতাধিক অথচ করতে পারল না কেউই.।
Byte0;00-0;23
রামপুরহাট ২ নম্বর ব্লকের অন্তর্ভুক্ত হাসন বিধানসভা কেন্দ্রের ব্লক অফিসে নমিনেশন জমা দেওয়ার জন্য হাজির হয়েছিলেন সমস্ত দলের প্রার্থীরা, তবে নমিনেশন জমা দেবার প্রথম দিনেই বিভ্রান্তি,,প্রায় 100 জন বিরোধী দলের প্রার্থী নমিনেশন জমা দিতে এসে ফিরে গেলেন,,ব্লক অফিসের কর্মীদের বক্তব্য তাদের ঠিক ভাবে প্রশিক্ষণ দেওয়া না হওয়াই তারা নমিনেশন জমা নিতে পারবেন না,,, .
Byte0;24-0;43
তবে প্রশ্ন অন্য জায়গায় . ।মনোনয়নপত্র যারা জমা দিতে আসছে তাদের দাবি সমস্ত নিয়মকানুন মেনেই তো ফর্ম ফিলাপ করছেন তারা। তারপরও বলা হচ্ছে মনোনয়নপত্র জমা দেবার কোন নিয়ম কানুন মানা হচ্ছে না। যার দরুন তাদের নমিনেশন পত্র এদিন জমা নেওয়া হয়নি ।কার্যত এ ঘটনার পরই বিক্ষুব্ধ হয়েছেন একাধিক। তাদের দাবি যদি কিছু ভুল হয়েও থাকে তাহলেও তা সংশোধন করে দেওয়া হচ্ছে না আধিকারিকদের তরফ থেকে। তাহলে কি বিরোধীশূন্য করবার জন্যই পঞ্চায়েত ভোট আগে নতুন কৌশল শাসকদলের? কথা বলবে সময়।
Leave a Reply