প্রশাসনিক গাফিলতি
মনোনয়নপত্রই নেই
কিসে জমা দেওয়া হবে প্রার্থীর নাম!
চরম বিশৃঙ্খলা এলাকা জুড়ে.
বিডিও অফিস চত্বরে বিক্ষোভ।
মনোনয়নপত্র না পেয়ে বিডিও অফিস চত্বরে বিক্ষোভ বিজেপির।
ইচ্ছাকৃত বিজেপিকে আটকানোর জন্যই মনোনয়নপত্র দেয়া হচ্ছে না
শুধুমাত্র বিজেপিকেই বাধা দেয়া হচ্ছে মনোনয়নপত্র জমা করার সময়
কিন্তু কেন?
তবে কি ভোটের আগেই ভয় পাচ্ছে তৃনমূল?
প্রশ্ন উঠছে একাধিক।
ইতিমধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে পঞ্চায়েত নির্বাচনের দিন ।ঘোষণা হয়ে গিয়েছে ফলাফলের দিন ও। জানা গিয়েছে ৯ জুন থেকে 15ই জুন পর্যন্ত প্রত্যেকটি দল নিজেদের নিজেদের মনোনয়নপত্র জমা দিতে পারবে। যার দরুন গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার হিড়িক। তবে তুফানগঞ্জে এক অদ্ভুত চিত্রই ফুটে উঠল ক্যামেরার সামনে।, মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন অথচ প্রশাসনের কাছে নেই মনোনয়নপত্রই ।
Bytefootge
0;25-0;46
যথারীতি প্রথম দিনই নমিনেশন পত্র না পেয়ে বিক্ষোভ সামিল হয় বিজেপি কর্মীরা। প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে এদিন তুফানগঞ্জ বিডিও অফিস চত্বরের সামনে বিক্ষোভ দেখায় তারা। এই বিষয়ে তুফানগঞ্জ বিধানসভার বিধায়ক মালতী রাভা রায় বলেন, “পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হলেও প্রশাসন তৈরি নেই।বিজেপি কর্মীরা মনোনয়ন পত্র তুলতে এসে ফিরে যাচ্ছে। আমরা নিরুপায়
Byte0;00+0;45
Leave a Reply