Avishek

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কর্মসূচিতে বিরাট বড় দুর্ঘটনা

তুমুল ঝড়ে ভাঙলো প্যান্ডেল

ত্রিপল এর শেড ভেঙে মাথায় পড়ে আহত

তুমুল ঝরে লন্ড ভন্ড চারিদিক

কোনক্রমে প্রাণ বাঁচিয়ে পালাবার জোগাড় তৃণমূলের নেতা-নেত্রীরা

অভিষেক আসার আগেই ফাঁকা মঞ্চ মাছি তাড়ানোর মতো অবস্থা সভায়

নেই স্বয়ং তৃণমূল নেতা-নেত্রী রাই

 

 

একমাস অতিক্রম করেছে অভিষেকের নব জোয়ার কর্মসূচি ।তার মাঝেই বিভিন্ন রকম দৃশ্য চোখে দেখতে মিলেছে । রাজনৈতিক চাপানতরের পাশাপাশি প্রকৃতির সাথেও যেন এক প্রকার লড়াই করে চলেছে অভিষেক বন্দোপাধ্যায়। কখনো প্রবল তাপপ্রবাহের মাঝেই জনপ্লাবন ঠেলে চালিয়ে গিয়েছেন কর্মসূচি তো আবার কখনো দেখা গেছে প্রবল ঝড়ের মাঝেও মানুষের কাছে পৌঁছে যেতে অভিষেককে। তবে দলের জন্য তিনি যখন দিচ্ছেন ১০০% তখন অনেক ক্ষেত্রেই এই নবজোয়ারে বেমানান চিত্র দেখা গেছে ক্যামেরায়।কোথাও দল বদলি তো কোথাও বৃষ্টি হতেই পালিয়েছে তৃণমূল নেতারা।

 

 

নদীয়ার বাদকুল্লায় নবজোয়ার কর্মসূচিতেও দেখা গেল সে রকমই চিত্র ।অভিষেক বন্দ্যোপাধ্যায়র জনসভা শুরুতেই তুমুল ঝড় বৃষ্টি, ভয়ের চোটে মঞ্চ ছেড়েই পালালো তৃণমূল নেতারা । দমকা হওয়ার চোটে মঞ্চ ভাঙার জোগাড় তিরপলের শেড ভেঙে ইতিমধ্যেই আহত একাধিক । ঝড়ের দাপটে কোনক্রমে পালিয়ে বাঁচলো তৃনমূল নেতারা। অভিষেক সভায় পা রাখার আগেই ফাঁকা গোটা সভা।

Byte

প্রসঙ্গত এর আগেও একাধিকবার এই নবজোয়ার কর্মসূচি চলাকালীন প্রাকৃতিক দুর্যোগ এর সম্মুখীন হয়েছে অভিষেক ।তারপরও চলেছে কর্মসূচি । তবে মানুষের জন্য পঞ্চায়েত ভোটের আগে যেভাবে নব জোয়ারের প্রচার চলছে তা অনুযায়ী তৃণমূল নেতাদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন.।

অন্যদিকে অভিষেক আসার আগেই সভা বাতিল। এই নিয়ে প্রশ্ন করাতেই জোড়াফুল শিবিরের বক্তব্য-

Byte-0;00-1:12

 

অন্যদিকে ইতিমধ্যেই আহত সেই প্যান্ডেল বাধা কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *