ভোটের কোথায় কি!
মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনে রণক্ষেত্র আকার ধারণ করল মুর্শিদাবাদ
তৃণমূল সিপিআইএম র মধ্যে চরম বিবাদ
মনোনয়নপত্র দাখিল করা নিয়েই উত্তপ্ত দুই গোষ্ঠী
ঘটনায় আক্রান্ত প্রশাসন
রাজ্যের বর্তমান রাজনৈতিক অবস্থার দিকে চোখ রেখে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে কিনা এই নিয়ে প্রশ্ন উঠেছে বারংবার.।প্রশ্ন করেছে রাজনৈতিক দলের প্রতিনিধি থেকে শুরু করে বুদ্ধিজীবীরা । একটাই প্রশ্ন বহু প্রতীক্ষিত পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে কিনা! যদিও তা ভবিষ্যতের কথা। তবে বর্তমানে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ৯;তারিখ থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই পঞ্চায়েত স্তরে বিভিন্ন দলীয় প্রতিনিধিরা প্রথম দিনই মনোনয়নপত্র দাখিল করেছে। সেই মনোনয়নপত্র দাখিল শান্তিপূর্ণভাবে হচ্ছে কিনা তা জানতে গিয়েই দেখা গেল মনোনয়নপত্র দাখিল করার প্রথম দিনই কুরুক্ষেত্র আকার ধারণ করেছে মুর্শিদাবাদ। তৃণমূল এবং সিপিএম এর ২ গোষ্ঠীর মধ্যে হাতাহাতি মারামারি.। চেয়ার টেবিল ভাঙার অভিযোগ। ঘটনাস্থলে ৫ রাউন্ড ফায়ারিং করা হয়েছে বলে সূত্রের খবর।
এই প্রসঙ্গে তৃনমূলের অভিযোগ
Byte;0;00-0;32 golay
ঘটনাচক্রে জানা যাচ্ছে, এইদিন এক লাঠিয়াল বাহিনীর আক্রমণ চালায়। একাধিক আহত হয় ঘটনায়। পরবর্তীতে তারাই রাণীনগর 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোস্তফা সরকার নেতাজুল এর গাড়িতে ভাঙচুর করে পাল্টা হামলা চালায়।
অন্যদিকে পাল্টা সিপিআইএমের দাবি
Byte: 1;05-1:25
এদিন দুপক্ষের মধ্যে বচসা শুরু হতেই প্রশাসন তৎপরতা দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাগাতার চেষ্টা চালায় তারা।গোষ্ঠীর মধ্যে হাতাহাতি র চোটে আক্রান্ত হয় ইসলামপুর থানার ওসি নির্মল দাস। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে প্রশাসন।
Leave a Reply