Talbagana

দীর্ঘ টালবাহানা

রাজনৈতিক বাধা।

অবশেষে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলো জীবনকৃষ্ণের কার্যালয়

নেই রাজা

সিংহাসন ফাঁকা হতেই গুঁড়িয়ে ভেঙে দেয়া হল রাজপ্রাসাদ

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কবলে জীবনকৃষ্ণ

তার অবর্তমানে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হলো জীবনকৃষ্ণের

বিতর্কিত কার্যালয় ভবন

একেবারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল

 

 

 

রাজা নেই। বাধা দেয়ার ও কেউ নেই। জীবনকৃষ্ণ থাকলে

ক্ষমতা খাটিয়ে কোনদিনই ভাঙতে দিত না এই কার্যালয়। তার অবর্তমানে একেবারে বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হল জীবন কৃষ্ণের কার্যালয়। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে এই ভবন নির্মাণ করেছিল স্বয়ং জীবন কৃষ্ণ। নাম ছিল শাসক ভবন।

শুরু থেকেই ভবনে বসতেন জীবনকৃষ্ণ। এখান থেকেই তার অঙ্গুলি হিলনে চলতো যাবতীয় কাজকর্ম। এবার সেই কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হলো হাইকোর্টের নির্দেশে।কার্যত সেই ভবন ই একেবারে নিশ্চিহ্ন।

Byte

জানা যায়,শুরু থেকেই ভবনটি নির্মাণ হওয়ার পরেই স্থানীয় এক বাসিন্দা, এই ভবনটি সরকারি জায়গায় রয়েছে বলে হাইকোর্টের দ্বারস্থ হন। আর সেই অভিযোগের তদন্ত শুরুর পরে, একের পর এক তাল বাহানা চলে এই ভবনটিকে নিয়ে। আদালতে প্রমাণিত হয় এই স্থানীয় বাসিন্দার অভিযোগই সত্যি যার ভিত্তিতে গত ২৪শে মে সকাল সাতটা থেকেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ভবনটি ভাঙার জন্য সমস্ত কিছুই প্রস্তুত ছিল। তবে তখনই দলের কিছু লোক সে ভবন ভাঙতে বাধা দেয়। মাঝে কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায় ভাঙার কাজ ।তবে বৃহস্পতিবার একেবারেই নিশ্চিহ্ন করে দেয়া হয় এই কার্যালয়।

 

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *