Jio কে টেক্কা দিতে এবার মাঠে নামলো Elon Musk, মাথায় হাত মুকেশ আম্বানির !

Jio কে টেক্কা দিতে এবার মাঠে নামলো Elon Musk, মাথায় হাত মুকেশ আম্বানির !

Jio কে টেক্কা দিতে
মাঠে নামলো ইলন মাস্ক!
ধামাকাদার রাজকীয় এন্ট্রি!

মাথায় হাত মুকেশ আম্বানির!
দেশীয় টেলিকম বাজারে
মারাত্মক ধস!

ঘুম উড়েছে Airtel এর
বন্ধ হবে না তো জিও ওয়াইফাই?
পাওয়া যাবে কি পরিষেবা?

জিওর কপালে
বড়সড় বিপদ!

কি হবে?
কে দেবে ইন্টারনেট পরিষেবা?
মুকেশ নাকি ইলন?

সদ্য আমেরিকা সফর সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের এই সফরটি অন্যান্য সফরগুলোর তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। কারণ, এই সফটিরে বিশ্বের বেশ কিছু ধনী ও উদ্যোগক্তাদের সাথে মিটিং সেরেছেন নরেন্দ্র মোদী। তালিকায় রয়েছে, বিশ্বসেরা ধনকুবের ইলন মাস্ক। দীর্ঘক্ষণ আলোচনা ও সাক্ষাৎ পর্ব হয় মোদী মাস্কের মধ্যে। এই সাক্ষাৎকার থেকেই জানা গেছে, ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা শুরু করতে ইচ্ছুক ইলন মাস্ক। ইলনকে স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদী। এই নিয়েই শুরু হয় জল্পনা। শোরগোল পড়ে যায় ভারতের টেলিকম বাজারে।

এদিকে ভারতের বাজারে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা শুরু হলেই, কড়া টক্কর পাবে ভারতে থাকা Jio , Airtel-এর মতো অন্যান্য টেলিকম সেক্টরগুলো। শুরু হবে তুমুল প্রতিযোগিতা। তার কারণ, ভারতে থাকা অন্যান্য টেলিকম সেক্টরগুলোর থেকেও অনেক বেশি উন্নত ও আধুনিক ইলন মাস্কের এই পরিষেবা। যুগান্তকারী ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে স্টারলিঙ্ক অন্যতম। এই পরিষেবাটির উল্লেখযোগ্য দিক হল, এটি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেয়। ফলে সংস্থাটির পরিষেবা প্রদানে কোনও প্রকার টাওয়ারের প্রয়োজন হয় না। অনেক অল্প সময়ে দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় এই সংস্থার হাত ধরে। এই পরিপ্রেক্ষিতে যদি ভারতে ইলন মাস্কের পরিষেবা শুরু হবে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে মুকেশ আম্বানি। তার কারণ, ভারতের টেলিকম বাজারে এই মুহূর্তে রাজা মানা হয় আম্বানিকে। আম্বানির জিও দাপিয়ে বেড়াচ্ছে সর্বত্র। দেশের সবথেকে বৃহৎ টেলিকম সংস্থা হিসেবে খ্যাতি পেয়েছে Relaince Jio। ভারতের প্রত্যন্ত গ্রাম থেকে শহর, সব জায়গায় জিও পৌঁছে গেছে। জিওকে বিপর্যস্ত করতে সমস্ত অস্ত্রই রয়েছে ইলন মাস্কের। ফলস্বরুপ দেশজুড়ে ইলন মাস্কের পরিষেবা শুরু হলে, ঝাঁপি ফেলতে বাধ্য হবে মুকেশ আম্বানি।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মতবিরোধ শুরু করেছেন মুকেশ আম্বানি। জানিয়ে রাখি, ইলন মাস্ক এই প্রথম নয়। এর আগেও ভারতের টেলিকম বাজার দখল করতে চেয়েছিলেন ইলন । কিন্তু পারেননি। কারণ ভারতের বেশির ভাগ গ্রাহকই জিওর কাস্টমার। ভারতের ব্রডব্যান্ড ব্যবহারকারীদের মধ্যেও বড় শতাংশ রয়েছে Jio-র দখলে। শেষমেশ পুনরায় মাঠে নামার প্রস্তুতি সারছেন ইলন।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *