আটকাতে পারল না চীন, GDP তে ঝড় তুলে দিল ভারত, গড়লো নতুন রেকর্ড
আটকাতে পারল না চীন
বসে বসেই গোল খেল পাকিস্তান
GDP তে ঝড় তুলে দিল ভারত
গড়লো নতুন রেকর্ড
বড়সড় বাজিমাত
দৌড়াচ্ছে ভারতের অর্থনীতি
ভারতের জয়জয়কারে
গায়ে জ্বালা শত্রু দেশের
কত নম্বরে রয়েছে
ভারতের GDP?
বিশ্বজুড়ে ক্রমশ মাথা চড়া দিচ্ছে আর্থিক মন্দা। ব্যাপক হাড়ে বাড়ছে জিনিস পত্রের দাম। নষ্ট হচ্ছে আয় ব্যায়ের ভারসাম্য। ধাক্কা খেয়েছে বিশ্ব অর্থনীতি। যার জেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ বিশ্বের বড় বড় বহু দেশ। এর প্রভাব পড়েছে সমস্ত দেশে। স্বাভাবিকভাবেই এই সবের আঁচ ভারতেও লাগবে এমনটাই প্রাথমিক ধারণা। কিন্তু নাহ! এত কিছুর পরেও নিজের অবস্থান এখনও ঠিকঠাক রাখতে পেরেছে ভারত। এত বিপর্যয়ের মাঝেও বজায় রেখেছে নিজেরদের অগ্রগতি। বরং বিশ্বজুড়ে ঘটে চলা বিভিন্ন সমস্যাগুলোর মাঝেই,ত্রৈমাসিক লক্ষ্যমাত্রা পূরণের শপথ নেয় ভারত। আর অল্প সময়ের মধ্যেই সেই লক্ষ্য মাত্রাকে ছাপিয়েও গেছে আমাদের দেশ। রীতিমতো রেকর্ডই তৈরি করেছে। যা দেখে ভাষা হারিয়ে ফেলেছে অন্যান্য বড় বড় রাষ্ট্রগুলো। মাথায় হাত চিন, পাকিস্তানের।
এই মুহূর্তে ভারত বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতির দেশ। ভারতের জিডিপি বৃদ্ধির হার বৃহত্তম অর্থনীতিকেও ছাপিয়ে গেছে। ২০২৩ অর্থবর্ষে, ভারতের জিডিপি প্রবৃদ্ধি হতে চলেছে ৭.২ শতাংশ। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যালের একটি রিপোর্টে বলা হয়েছে, এই মুহূর্তে ভারতের অর্থনীতি বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলেছেন ২০২২-২৩ সালে ভারতের জিডিপি যে হারে বেড়েছে, তাতে প্রমাণিত হত, বিশ্বজুড়ে ঘটে চলা সমস্যার মধ্যে ভারত এখনও স্থিতিশীল আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকেও ভারতের প্রশংসা করেছে। পরিসংখ্যা ঘেঁটে জানা যাচ্ছে, ২০২২ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৯.১%, ২০২৩ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৭.২%। এই পরিপ্রেক্ষিতে, অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যে হারে ভারত এগোচ্ছে তাতে, আগামী ১০ বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। ভারতের এহেন উন্নতিতে গাত্র জ্বালা শুরু হয়েছে চিন, পাকিস্তানের। কারণ
ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.২%, চিনের ৪.৪%। হিসেব মত চিনের থেকে প্রায় দ্বিগুণ হারে বেড়েছে ভারতের অর্থনীতি। পাকিস্তান পিছিয়ে আছে বহুদূরে। বর্তমানে চিন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। অনুমান করা হচ্ছে ভবিষ্যতে এটি আমেরিকাকে ছাড়িয়ে গিয়ে বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে। এদিকে, ভারতীয় অর্থনীতিতে জিডিপি বৃদ্ধির হার এই মুহূর্তে, ৭ শতাংশর বেশি, তাই ভারতের অবস্থানও রয়েছে উপরের দিকে। ভারতও খুব শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।
Leave a Reply