লাগাতার বৃষ্টি, আবার কবে বদলাবে আকাশের রূপ? কবে মিলবে রোদের দেখা? বড়সড় আপডেট জানাল হাওয়া অফিস
দিনভর দফায় দফায় বৃষ্টি
দেখা নেই রোদের
চারিদিকে জল কাদায় টই টুম্বুর
থমকে গেছে কাজ-কর্ম
যাওয়া যাচ্ছে না বাড়ির বাইরে
আবার কবে বদলাবে
আকাশের রূপ?
কবে মিলবে রোদের দেখা?
নিম্নচাপের সরিয়ে
কবে পরিষ্কার হবে আকাশ?
বড়সড় আপডেট জানাল
হাওয়া অফিস
অবশেষে বঙ্গে ঢুকল বর্ষা। বেশ কদিন ধরেই ঝমঝমিয়ে ভিজেছে গোটা রাজ্য। রাজ্যের আনাচে কানাচে বৃষ্টির জলে টই টুম্বুর। চাঁদিফাটা গরম থেকে শেষমেশ রেহাই মিলেছে। বর্ষা তো চলেই এলো, বঙ্গবাসীর প্রাণও জুড়িয়ে দিল। এবার প্রশ্ন, কবে আবার পরিষ্কার হবে আকাশ! কারণ টানা কদিনের বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন অঞ্চলে জল-কাদায় ভরাডুবি অবস্থা। থমকে গেছে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ কাজকর্ম। অনেকেই কাজ থাকলেও বাইরে বেরোতে পারছে না, কোথাও ঘুরতেও যেতে পারছে না। কারণ বৃষ্টির কারণে জল জমেছে সর্বত্র। যাতায়াতের সমস্যাও দেখা দিয়েছে প্রবল। তাই বঙ্গবাসীদের চিন্তামুক্ত রাখতে বড়সড় আপডেট দিয়েছে হাওয়া অফিস। জানিয়ে দিয়েছে কবে থেকে আকাশ হবে পরিষ্কার।
পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার থেকেই আকাশ অনেকটাই পরিষ্কার থাকবে। মেঘমুক্ত ও পরিচ্ছন্ন থাকবে। সেই সাথেই অব্যাহত থাকবে ঠাণ্ডা, শীতল আবাহাওয়া। পরিবেশ অনেক আরামদায়ক হবে। গরমের কোনও দাপট থাকবে না। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে। তবে ভারী কিংবা মাঝারি বৃষ্টিপাতের কোনও আশঙ্কা নেই। ফলে বিভিন্ন অঞ্চলে জমে থাকা জল যন্ত্রণা থেকেও লাঘব পাবে রাজ্যবাসী। একই সাথে বৃষ্টির কারণে যে সমস্ত কাজ থমকে ছিল সেগুলোও অনায়াসেই সম্পন্ন করা যাবে। ধারণা করা শনিবার থেকেই আবাহাওয়ার চালচিত্র অনুকূল থাকবে। তবে কতদিন এমনটা থাকবে সেই নিয়ে কিছুই জানা যায়নি।
এদিকে শনিবারের আগে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। জেলাগুলি হল যথাক্রমে- ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এদিকে তাপমাত্রা ফের বাড়ার আভাস মিলেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। সেই সাথেই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ার আশঙ্কাও প্রবল। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মিলেছে। যেমন, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি।
Leave a Reply