জানেন এক একটি মামলা লড়তে উকিল পিছু কত টাকা ঢালেন রাজ্য সরকার? ৮ বছরে খরচ দাঁড়িয়েছে অঢেল টাকা, অঙ্ক শুনলেই জ্ঞান হারাবেন
জানেন এক একটি মামলা লড়তে
উকিল পিছু কত টাকা ঢালেন
রাজ্য সরকার?
মাত্র ৮ বছরের মাথায়
মামলা চালানোর খরচ
অঢেল টাকা!
অঙ্ক শুনলেই
জ্ঞান হারাবেন!
মোট কত টাকা খরচ করেছে
রাজ্য সরকার?
বিগত কিছু বছর ধরেই আইনি লড়াইয়ের ময়দানে ব্যাপক খরচ বেড়েছে রাজ্য সরকারের। আইনজীবীদের পিছনে অঢেল টাকা ঢালছে রাজ্য সরকার। এর মূল কারণ, রাজ্য সরকারের বিরুদ্ধে জমা পড়া বিভিন্ন মামলা। এই মুহূর্তে ১০টির বেশি মামলায় জড়িয়েছে রাজ্য সরকারের নাম। নিয়োগ, কয়লা, গরু, বালির মতো আরও অনেক মামলায় ফেঁসে রীতিমতো নাজেহাল রাজ্য সরকার। এই মামলাগুলো থেকে রেহাই পেতে বড় বড় দুঁদে আইনজীবীদের নিয়োগ করছে রাজ্য সরকার। আর এর জন্য খরচও বেড়ে দাঁড়াচ্ছে আকাশছোঁয়া। অল্পস্বল্প নয়, কোটি কোটি টাকার ব্যাপার। কারণ রাজ্য সরকার যে সমস্ত আইনজীবীদের দিয়ে মামলা লড়াচ্ছেন, তাদের পারিশ্রমিকই শুরু লাখ টাকা থেকে। বিশ্বাস করা কঠিন হলেও, চরম সত্যি এটাই মাত্র আট বছরে আইনজীবীদের পিছনে রাজ্য সরকারের খরচ হয়েছে ৩১২.৫ শতাংশ।
এইচটি-কে দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, ২০১৪-১৫ সালে যাবতীয় মামলা লড়তে মোট খরচ হয় ২৪ কোটি টাকা। বর্তমানে ২০২২-২৩ সালে সেই অঙ্ক দাঁড়িয়েছে ৭৫ কোটি। এক লাফে রাজ্যের আইনজীবীদের খরচ বেড়েছে ৩ গুণেরও বেশি। আর এই খরচ শুধুমাত্র জেলা আদালত, ফাস্ট ট্র্যাক কোর্ট এবং হাই কোর্টে নিযুক্ত আইনজীবীদের জন্য। এই খরচে অন্তর্ভুক্ত নয় শীর্ষ আদালতের খরচ। তাহলে ভাবুন শীর্ষ আদালতের খরচ যুক্ত হলে টাকার অঙ্ক কত দূর যাবে! সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, রাজ্য সরকার যে এত মামলা লড়ছে এগুলোর কোনোটাই নিষ্পত্তি পাইনি। মামলাগুলো একবার হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে যায় ডিভিশন বেঞ্চে। আবার সেখান থেকে মামলাগুলো ওঠে সুপ্রিম কোর্টে। এর ফলে ঘুরে ফিরে মামলাগুলোর নিষ্পত্তি হয়ে উঠছে সময় সাপেক্ষ। রাজ্য সরকারকে প্রতিটা ক্ষেত্রেই নিয়োগ করতে হচ্ছে আইনজীবী। সব মিলিয়ে বিপুল অঙ্কের খরচ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের। তথ্য সূত্রে জানা যাচ্ছে, ২০১৬ সালে রাজ্য সরকার ১১ হাজার ৯৬৯টি ফৌজদারি মামলার সঙ্গে যুক্ত ছিল। বর্তমানে সেই সংখ্যা বেড়েছে বহুগুণ। ২০২২-২৩ সালে সংখ্যাটা দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৫। ফৌজদারি মামলাতো গেল, জেলা আদালতে রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে গাদা গুচ্ছের মামলা। ২০১৬ সালে জেলা আদালতের ২২ হাজার ৮২৮টি মামলায় যুক্ত ছিল রাজ্য সরকার। ২০২২-২৩ সালে মামলার পরিমান বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৫৭৬।
বিষয়টি ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষ থেকে বিরোধীরা। আমজনতার অভিযোগ, এই সমস্ত মামলা চালাতে গিয়ে আমজনতার টাকা ধবংস করছে রাজ্য সরকার। রাজ্যের উন্নতি না করে, রাজ্যবাসীর কথা না ভেবে এইভাবেই টাকা নষ্ট করছে রাজ্য সরকার। মুখ খুলেছেন বাম নেতা এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি মন্তব্য করেছেন-
‘কোনরকম প্রশাসনিক সুব্যবস্থা নেই যার জন্য জনগণকে বারবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। যখনই তৃণমূলের রাজনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে তখনই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। সেখানে প্যানেলের বাইরে আইনজীবী নিয়োগ করার ফলে সরকারি খাতের খরচ অনেক পরিমাণে বেড়ে চলেছে।’
Leave a Reply