0;14-0;36
জীবনে প্রথমবার রেল গাড়ির কামরায়
এত বছরের জীবনে প্রথমবার রেল গাড়ি চড়ছেন তিনি
কোন রকমে অর্থ জোগাড় করে কিনেছিলেন টিকিট
ভয়ে আনন্দ সব মিলিয়ে মিশিয়ে একেবারে একাকার
স্ত্রীকে বলেছিলেন যাচ্ছেন কলকাতায়
তবে আদতে তিনি যাচ্ছিলেন চেন্নাইয়ে
চাকরি খুঁজতে
বউ বাচ্চার মুখে হাসি ফোটাতে
প্রথমবার রেল গাড়ির কামরায় বসতেই মৃত্যুর সম্মুখীন
জমে মানুষে খেলা
কোনক্রমে প্রাণ নিয়ে বাড়ি ফিরলেন এই ব্যক্তি
জীবনে প্রথমবার রেল যাত্রা ।ছোট থেকেই রেলগাড়ি দেখেছে সে। তবে চড়ার সৌভাগ্য হয়নি কোনদিন। ছোট থেকেই তার ইচ্ছা রেল গাড়ি চড়ার। অবশেষে মিলেছিল সেই সুযোগ ,তবে তার পিছনে ছিল অন্য কারণ । স্ত্রীকে মিথ্যে বলেই বেরিয়েছিলেন বাড়ি থেকে। বলেছিলেন যাচ্ছেন কলকাতা। তবে তার গন্তব্য স্থান ছিল চেন্নাই। দুর্ঘটনার দিন করমন্ডল এক্সপ্রেস এ চড়েই চেন্নাইয়ের পথে যাচ্ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের অপূর্ব প্রামানিক। মাঝে ভয়ংকর অভিজ্ঞতার।
Byte2:49-3;18
রাজ্যে কাজ নেই ।দুই পুত্র সন্তান স্ত্রীকে নিয়ে সংসার চালাতে গেলে যেতেই হবে ভিন্ন রাজ্যে। একথা আগেবাগেই বুঝেছিলেন অপূর্ব । তবে স্ত্রী সহজে তা মেনে নেবে না। তাই মিথ্যে কথাই বলতে হয়েছিল তাকে। অন্যদিকে জীবনে প্রথমবার রেল চড়ার অভিজ্ঞতাকে একাই অনুভব করতে বেরিয়ে পড়েছিলেন তিনি নিজের গন্তব্যের উদ্দেশ্যে.। রেলে যাত্রা করতে করতে ভেবেছিলেন ওখানে গিয়েই ফোন করে স্ত্রীকে বলবেন সমস্ত সত্যি কথা তবে তা আর হলো কই! কথায় আছে রাখি হরি মারে কে! সমস্ত পরিকল্পনা এক নিমিষে হয়ে গেল পরিবর্তন। হঠাৎ অন্ধকার …….যখন জ্ঞান আসলো তখন শুধু দেখতে পেলেন আশেপাশে কারোর হাত কাটা, কারোর পা কাটা কারো পড়ে রয়েছে শুধুমাত্র দেহের এক একটি অংশ ।
Byte:1:25-1;56
মাঝে শুধু অন্ধকার। তবে কানে আসছে মানুষের আর্তন চিৎকার আবার সব চুপ। এরপর যখন জ্ঞান ফিরলো তখন নিজেকে খুঁজে পেলেন তমলুকের জেলা হাসপাতাল এন্ড মেডিকেল কলেজে।
Leave a Reply