সাংঘাতিক বিপদজনক
যে কোন মুহুর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা
সারমেয়কে উদ্ধার করতে গিয়ে নিজের জীবন বিপন্ন
পরিত্যক্ত ভুমিতে আটকে গেছে কুকুর
হাজার চেষ্টা করেও উদ্ধার করা যাচ্ছে না তাকে।
অবশেষে যা হল দেখুন।
জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই বলে সে প্রেম যদি শুধু হয় বাড়ির পোষ্যের প্রতি তা বোধ হয় উপরিক্ত কথার সঙ্গে সমর্থনযোগ্য নয়। মানুষ চাইলে সব পারে, মানুষ চাইলে ভালোবেসে অসাধ্য সাধন করতে পারে। একটা মানুষের প্রতি ভালোবাসা হোক কিংবা কোন প্রাণীর প্রতি। সব সম্ভব ।আবারও তা প্রমাণ করলো এই যুবক।
এক সারমেয়র প্রাণ বাঁচাতে একেবারে নিজের জীবন মৃত্যুর মুখে ঠেলে দিল এই যুবক । যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে অঘটন ।যে সমস্ত তোয়াক্কা না করেই ঘটিয়ে বসলেন এমন ঘটনা।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়,
ধুপগুড়ি পৌরসভার বিবেকানন্দ পাড়ায় একটি পরিতক্ত জায়গার ভেতর গভীর কুয়ে পড়ে যায় একটি কুকুর। পড়ে যাওয়ার পরেই যথারীতি চিৎকার করে ডাকতে থাকে সে। বেশ কিছুক্ষণ ধরে একই জায়গা থেকে কুকুরের ডাক আসার পর গ্রামের এক বাসিন্দা লক্ষ্য করেন পরিত্যক্ত এক গর্তে পড়ে গিয়েছে কুকুরটি।
প্রথমে তারাই চেষ্টা করেন কুকুরটিকে তুলতে । বহুক্ষণ ধরে বিভিন্ন পন্থা অবলম্বন করে চেষ্টা করা হয় কুকুরটিকে উদ্ধার করতে তবে প্রত্যেকবারই ব্যর্থ হন তারা।
তারপরই স্থানীয়দের মাথায় আসে ধুপগুড়ির একটি অত্যন্ত জনপ্রিয় পশুপ্রেমী সংগঠন ধুপগুড়ি অ্যানিমেল লাভার এর কথা।
Byte
অন্যদিকে খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি সংগঠনের সদস্য রিক রায় ছুটে যায় ঘটনাস্থলে। দীর্ঘ প্রচেষ্টা কিন্তু গভীর কুয়ে কুকুরটি পড়ে থাকায় এক রূপ বাধ্য হয়ে ধুপগুড়ি দমকলের সহযোগিতা নেয় পশুপ্রেমী সংগঠনের সদস্য রিক।
Leave a Reply