দুই সতীন
কার হবে?
কে পাবে দুই সতীনকে?
চরম বচসা দুই পক্ষের মধ্যে
বউ নিয়ে টানাটানি!
গ্রামবাসীরাও চায় এই পক্ষেরই হোক দুই সতীন
দুই পক্ষেরই অদ্ভুত দাবি দাওয়া
কান্ড দেখলে অবাক হয়ে যাবেন আপনিও
পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের আঝাপুরে দুই সতীন নিয়ে বিবাদ। দুই সতীন হবে কার ?কে পাবে তার মালিকানা? এই নিয়ে শুরু সেই বিবাদ। বিবাদ এখন চরমে পৌঁছেছে। এক পক্ষ অন্য পক্ষকে দেখলেই নাক সিঁটকাচ্ছে। গ্রামবাসীর ও নাজেহাল এই বচসা নিয়ে।
এখন আপনি নিশ্চয়ই ভাবছেন দুই সতীনের মালিকানা! মানুষ কি কোন পণ্য? আসলে দুই সতীন কোন মানুষ নয় এটি একটি পুকুরের নাম। গ্রামে এই পুকুরের মালিকানা কে পাবে? তাইনি শুরু হয়েছে বিবাদ।গ্রামের মিত্র পরিবার ও মেমারির কেন্না গ্রামের সিংহরায় পরিবারের মালিকানা নিয়ে বিবাদ চলছে দীর্ঘদিন ধরে।
byte0;00-0;31 chele
গ্রামবাসীদের কাছ থেকে জানা যায় দীর্ঘদিন ধরে চলছে এই বিবাদ যার ফলে এক পক্ষ পুকুর সংস্কার করতে আসলে অন্য পক্ষ বাধা দিচ্ছে। যার দরুন দীর্ঘদিন ধরেই পরিষ্কার করা হয়নি পুকুর যার ফলে প্রায় মজে গিয়েছে জলাশয় টি। সম্প্রতি জলাশয় মাটি কাটতে আসে এক পক্ষ তাই নিয়ে শুরু হয় চরম বিবাদ।
Byte:0;49-0! 55neel dadu
না সেটি ব্যবহারযোগ্য না সেটা ব্যবহার করা যাচ্ছে। জলের অভাবে ভুগছে গ্রামবাসীরা। স্নান, জামাকাপড় কাচা থেকে অন্যান্য কাজের জন্য জল পাচ্ছেন না গ্রামবাসীরা। এই গরমে গ্রামে আগুন লাগলে তা নেভানোর জল পাওয়া যাবে না বলে আশঙ্কা । যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এমনকী পকুরের পাশে রয়েছে শ্মশাণ। দেহ দাহ করার পর চিতা নেভানোর জলটুকুও পেতে সমস্যায় পড়তে হয়। দিনে দিনে ক্রমশ জলের অপ্রাটুলতা বৃদ্ধি পাচ্ছে এলাকায়
Byte0;32–1;10 chele
অন্যদিকে ইতিমধ্যেই এই নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনুন
Byte:0;00-0;37 barite bose
Leave a Reply