2;00-2;08-2:11
আর কোনদিন না
আর কোনদিন ট্রেনে সাওয়ার করবো না
ওই দিনের পর থেকে ট্রেনের হর্ণ শুনলেই বুক চেপে উঠছে বছরের 18 ছেলের
সেই বিভীষিকা
সেই মৃত্যু মিছিল
১৮ বছরের জীবনে যা দেখেছে যুবক
যেন দুঃস্বপ্ন
চাইলেও সেই স্মৃতি ভুলতে পারছি না
0;43-1;05 –2;50
ব্যাঙ্গালোরে সেন্টারিং এর কাজ করত বছর ১৮ সুজল রায় ।দুর্ঘটনার দিন যশবন্তপুর হাওড়া এক্সপ্রেসে চেপেই ফিরছিল সে ।তার মাঝেই এই ভয়ংকর দুর্ঘটনা । দুর্ঘটনা চলাকালীন এক্সপ্রেস এর মধ্যেই ছিল সে। সে দেখেছে পুরো ঘটনা, অনুভব করেছে মৃত্যু কাকে বলে, সে জানে জীবন কতটা আকস্মিক। সেদিনের পর আজ পর্যন্ত একদিনও রাতে ঘুমোতে পারিনি সুজল। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে সেই চিত্র। মৃত্যু ভয় আজও তাকে তাড়া করে বেড়াচ্ছে। ছোটবেলা থেকেই রেল লাইনের ধারে বড় হয়েছে সুজল তবে এক দুর্ঘটনা বদলে দিয়েছে তার মানসিক অবস্থা। এখন হর্ণ শুনলেই ভয় পাচ্ছে সে।
Byte1;40-1;49—2:11
বছর আঠারোর সুজল দু পয়সা বেশি রোজগার করতেই ভিন রাজ্যে থাকার পথ বেছে নিয়েছিল। বহুদিন থেকে সেখানে সেন্টারিং এর কাজ করে যা রোজগার করত তার বেশ অনেকখানি পাঠাতে হতো পরিবারকে।
0;26-0;42 –2:11
তবে আর নয়। আর ভিন রাজ্যে যেতে রাজি নয় সুজল। সে এই রাজ্যে থেকে যেতে চায় নিজের বাবা-মার কাছে আর বাবা-মাও চায় ছেলে থাকুক তাদের কাছেই। সদ্য মৃত্যুর মুখ থেকে ফিরেছে ছেলে ,হয়তো দুটো পয়সা কম রোজগার হবে তবে ছেলে থাকবে কাছে। ছেলে কোলে ফিরতে দেহে প্রাণ ফিরে পেয়েছে সুজলের মা প্রতিমা রায়।
Byte0;27-0;50 maaa
Leave a Reply