ইডির তলবে হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কারোর বাবার চাকর নই যে ডাকলেই যেতে হবে কেন্দ্র তদন্তকারীর সংস্থার ডাকে সরাসরি নাকচ।
কেন্দ্র তদন্তকারীর সংস্থার নোটিশে পাত্তা দিলেন না অভিষেক।
রক্ষাকবচহীন অভিষেক
স্ত্রীর পর তাকে তলপ করতে বেজায় চটে গেলেন অভিষেক।
তবে ঈদের তলবের সাড়া না দিয়ে নিজের পায়ে কুড়ুল মারছেন না তো অভিষেক?
কেন্দ্র তদন্তকারী সংস্থার সামনাসামনি না হয়ে জটিলতা বাড়াচ্ছেন না তো
নিজের কোন আইনি জটিলতায় করবেন অভিষেক
২০২১- ২০২২ ২০২৩ এই নিয়ে দুবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলক করলো ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তবে এর আগে যত পারি কেন্দ্র তদন্তকারী সংস্থার সামনাসামনি হয়েছেন অভিষেক ততবারই তাদের সঙ্গে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি তবে এবারে একেবারে ব্যতিক্রমী চিত্র দেখা গেল। একদিকে তার স্ত্রী হুজুরেরা বন্দ্যোপাধ্যায় কে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সের তলব করল কেন্দ্র তদন্তকারী সংস্থা তাকে তরফ করার পর 15 মিনিটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ১৩ ই জুন প্রাথমিক দুর্নীতি মামলা সংক্রান্ত একাধিক নতি এবং কুন্তল ঘোষ তিথি মামলার সামনে রেখে প্রশ্ন করবার জন্য ডেকে পাঠায় ইবি তারপরে জ্বলে ওঠেন অভিষেক পরিষ্কার বলে দেন কারো বাবার চাকর নই। যে ডাকলেই যেতে হবে নবজর কর্মসূচি শেষ হলে ভাবা যাবে।
অভিষেকের এমন মন্তব্যের পরই যথারীতি একাধিক প্রশ্ন মাথা ছাড়া দিচ্ছে তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন এই তলব আড়ালে কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারেন অভিষেক?
অন্যদিকে আগামী ১৩ই জুন ঈদের মুখোমুখি কেন হতে চাইছেন না অভিষেক এই নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন প্রসঙ্গত এই নিয়ে
এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তলব এড়ানোর ফলে কি অসহযোগিতার কারণ দেখিয়ে অভিষেককে গ্রেপ্তার করা যেতে পারে?
Leave a Reply