মাথার ওপর ৪০ ডিগ্রি
দু কদম হাঁটলেই গলা যাচ্ছে শুকিয়ে
১১ টা থেকে চারটে বাড়ি থেকে বেরোতে নিষেধাজ্ঞা
তার মাঝেই
গরম পিচের উপর শুয়ে পড়ল গ্রামের পুরুষরা
৪০ ডিগ্রি তাপমাত্রায়,
অর্ধবস্ত্রে
নাওয়া খাওয়া ভুলে
পিচের উপর লাইন দিয়ে শুয়ে রয়েছে তারা
কিন্তু কেন
কিসের জন্য
কোন প্রতিবাদে?
মাথার উপর তপ্ত রোদ ,রোদে, গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। ডাক্তারাও পরামর্শ দিচ্ছেন সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত বাড়ির বাইরে কাউকে না বেরোতে, একদিকে যখন মানুষ ক্রমাগত লড়ছে প্রকৃতির সাথে অন্যদিকে এবার এই গ্রামের গ্রামবাসীরা গরম পিচের উপর শুয়ে অর্ধবস্ত্রে। প্রখর রৌদ্রে নিজেদেরই যেন শাস্তি দিচ্ছেন তারা ।.কিন্তু কেন?
0;55-1;09
জানা যাচ্ছে এক্ষেত্রেও সরকারই দায়ী। সরকারি গাফিলতি জেরে ক্ষুব্ধ হয়েছে রায়দিঘির মথুরাপুর দু নম্বর ব্লকের মহব্বত নগর এর মানুষ।
জানা যাচ্ছে রাজ্য সরকারের প্রকল্প পথশ্রী নিয়ে যাবতীয় সমস্যা। সরকারি অর্থ ব্যয় করে দামী রাস্তার তৈরি কাজ চলছে, গ্রামবাসীদের অভিযোগ সেই রাস্তায় তৈরি হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে। না ইঁট, না বালি, না পিচ অর্থের অনুপাতে কোন কিছুই মানানসই নয় কোনরকমে তৈরি করা হচ্ছে যাতায়াতের রাস্তা।
Byte0;20-0;38
প্রশাসন সূত্রে খবর সেখানে পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ হচ্ছিল। কিন্তু হঠাৎ কিছু ব্যক্তি সেই কাজ বন্ধ করে দিতে আসে। গ্রামবাসীরা এই কাজ বন্ধ করে দিতে উদ্যোগ নেন.।প্রতিবাদে গরম পিচের রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান তারা। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াতেই প্রশাসন সক্রিয় হয়। রায়দিঘি থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।
অন্যদিকে ওই নির্মাণকারী সংস্থার দাবি সমস্ত কাজ চলছে নিয়ম মেনে। সমস্ত অভিযোগ আদতে মিথ্যে।
Leave a Reply