Mohadeh

মহাদেব দর্শন

মহাকালের দর্শন পেতে সাইকেল নিয়েই সাওয়ারি

যেখানে সেখানে নয় একেবারে সুদূর কেদারনাথ

নজির গড়ল কোচবিহারে দুই ছেলে

প্রচন্ড গরম, অস্থির পরিবেশের মাঝেই

যাবতীয় প্রাকৃতিক প্রতিকূলতা পেরিয়ে অবশেষে কেদারনাথ।

ভরসা শুধু দুই পা আর দুই চাকা !

পারবে কি তারা?

 

 

মহাকাল ভক্তদের কাছে কেদারনাথ এমন এক স্থান যা খানিক স্বপ্নের মত। কেদারনাথ কাউকে টানে তার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে আবার কাউকে টানে মহাদেব স্বয়ং ।যুগে যুগে এ সমস্ত বিশ্বাস করে এসেছে সাধারণ মানুষ। তবে যারা ইতিমধ্যেই কেদারনাথ ভ্রমণ করেছে তাদের মুখ থেকেই শোনা গিয়েছে এই ভ্রমণে কত প্রাকৃতিক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে তাদের।

তবে এই দুই যুবক একেবারে ব্যতিক্রম।তারা নিজেদের জন্য নিজেরাই সৃষ্টি করেছে আরও বড় চ্যালেঞ্জ ।কেদারনাথ যাওয়ার জন্য দুটি সাইকেল কে তারা বানিয়েছে মাধ্যম। মাথাভাঙ্গার রাকেশ রাজভর এবং গোপাল বর্মনের কীর্তি অবাক করছে গোটা এলাকাকে।

0;05-0;23—–0;23

পরিবেশ রক্ষার বার্তা দিতে সাইকেল নিয়ে কোচবিহার থেকে দেবভূমি কেদারনাথ যাত্রা শুরু করলেন মাথাভাঙার বছর ২২এর রাকেশ ও গোপাল ।

Byte0;05-0;20—-0;41

। পরিবেশ রক্ষার বার্তা দিতে ২০০০ কিলোমিটার সাইকেল চালিয়ে কেদারনাথ পাড়ি দেবে দুই বন্ধু। বহুদিন ধরেই চলছে এই পরিকল্পনা, অবশেষে নিজেদের লোক কে বেরিয়ে পড়ল তারা।

Byte-0;23-0;36—-0;41


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *