দুই বন্ধু
একজনের বয়স ৫২ অন্য জনের বয়স 56
দুজনেই রয়েছে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা
নেহাতই মামুলি গাইয়ে নয় তারা
একজনের কন্ঠে তবলা বাজে অনবদ্য
অন্যজন আবার নাকের সুরেই প্রাণ জুড়োয় মানুষের
এমন প্রতিভার কথা শোনেন নি আপনি কোনদিন
অনবদ্য, অসাধারণ তাদের প্রতিভা দেখলে এমনই শব্দ বেরবে আপনার মুখ থেকে। বয়স যাই হোক না কেন প্রতিভা কমে যায়নি বিন্দুমাত্র। একজনের আসল হাতিয়ার নাক তো অন্যজনের মুখ। নাকে সুরের মুর্ছনা ও মুখের শব্দে তবলা মাদকতা। , বিরল প্রতিভার অধিকারী জিয়া আলম ও অরিজিৎ ঘোষ।
, কেউ গাইতে পারে ভালো, কেউ নাচতে পারে ভালো। প্রতিভার নেই কোন অন্ত ।তবে এমন প্রতিভা খুব কমই দেখেছে মানুষ। বয়স পেরিয়েছে ৫০ তবুও জং ধরেনি প্রতিভাতে ।এখনো তাদের অনবদ্য যুগলবন্দী তাক লাগাতে পারে বড় মাপের শিল্পীদেরও।
।
নাকের সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কালজয়ী গান আর মুখের শব্দের তবলার অনবদ্য মাদকতায় মাতিয়ে দিতে পারে মানুষকে, এমনই বিরল দুই প্রতিভা গোবিন্দপুর গ্রামের বাসিন্দা জিয়া আলম এবং অরিজিৎ ঘোষ।
- তাদের বন্ধুত্ব তাদের যুগলবন্দী আজও অবাক করে প্রত্যেক মানুষকে। একবার শুরু করলে হয়, সুর , লয় তালের মাতোয়ারা হয়ে একজন নাকে সুর তুলেই একটার পর একটা গান পরিবেশন করে যেতে পারে , আর মুখে তবলায় মাদকতা বিস্তার করে তাকে অন্য মাত্রা দিয়ে যায় আরেকজন।
Leave a Reply