ম্যাজিক দেখানোর নাম করে
চটুল নাচের আসর
সন্ধ্যে হলেই বসছে অশালীন কার্যকলাপের জলসা
মেলার মধ্যেই উন্মত্ত নৃত্য
প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে দিনের পর দিন চলছে অশালীন কাজ.।
বাচ্চা তো দূর বড়রাও মেলার ভেতর ঢুকে চোখ বন্ধ করে রাখার মতো অবস্থা
ভারত বাংলাদেশ সীমান্তের জলঙ্গির প্রত্যন্ত গ্রাম । বছরের এই সময়টা প্রত্যেক বছরই মেলা বসে এই গ্রামেরই এক মাঠে। বছরের বিভিন্ন সময়ে এই মাঠেই আয়োজন করা হয়ে থাকে মেলা থেকে শুরু করে বাচ্চাদের জন্য ম্যাজিক শো। এ বছরও ঠিক তেমনি ছোটদের জন্য ম্যাজিক শো আয়োজন করা হয়েছে ক্লাবের তরফ থেকে। তবে একই মাঠে চলছে চুটুল নাচ। সন্ধ্যে হলেই উন্মত্ত নৃত্য চলছে এখানে, যার দরুন আর যাই হোক বাবা মায়েরা নিজেদের সন্তান নিয়ে ঢুকতেই পারছে না মাঠে।
জলঙ্গি থানার ফরিদপুরে মিলনমেলায় ম্যাজিক শোয়ের নামে চটুল নাচের আসর ঘিরে সোড়গোল পড়েছে ইতিমধ্যেই।
Byte
ফরিদপুর কিশোর সংঘের ফুটবল ময়দানে মিলন মেলার আয়োজন করা হয়েছে। সেই মেলাতেই রানী ম্যাজিক শো নামক এক সংস্থা ম্যাজিক দেখানোর নাম করে তাঁবু গেড়েছে। জানা গেছে তাদের এই তাঁবুতেই ম্যাজিকের বদলে চলছে এরকম চুটুল নাচ।
Byte
স্বাভাবিকভাবেই গ্রামের কিছু মানুষের এই ঘটনা নজরে আসতেই তারা ঘটনার প্রতিবাদ জানায় ।তাদের প্রশ্ন প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে চলছে এমন কাজ। মেলায় বাচ্চাদের নিয়ে আসা দায় হয়ে পড়েছে। প্রশাসনকে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে এলাকাবাসী
Leave a Reply