June

জুন মাসে ভাগ্য বদল দিনমজুরের

৫ সেমের লটারি কেটে কোটিপতি

৩০ টাকার বদলে এক কোটি টাকার মালিক

এক টিকিটেই ভাগ্য বদল

অবিশ্বাস্য ঘটনা

মা লক্ষ্মী নিজেই এলেন ঘরে

এই যুবকের ভাগ্য দেখলে হিংসে হবে আপনারও

 

 

 

লটারির টিকিট কেটে ভাগ্য বদলানোর পদ্ধতি যেমন সু প্রাচীন তেমনি বহুল প্রচলিত। খানিক ভালোভাবে বাঁচতে বিলাসবহুল জীবনযাপন করতে এর চেয়ে সহজ পদ্ধতি আর হয় না। তাই বহু মানুষ এই লটারি টিকিট কেটে ভাগ্য বদলানোর পন্থায় বিশ্বাসী। বিশেষত যারা খেটে খাওয়া মানুষ.। তবে কালক্রমে যখন বারংবার অভিযোগ ওঠে গরিব মানুষ নয় লটারির টিকিট কেটে বিজেতা হচ্ছে রাজনীতির লোকেরা তখন অনেক মানুষেরই এই লটারির উপর থেকে বিশ্বাস উঠে যাওয়াটাই স্বাভাবিক ছিল ।তবে কালিম শেখ তাদের কাছে নতুন নজির গড়ে দিল। Byte0;41-0;55

মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত শেখপাড়ার বাসিন্দা কালিম শেখ। পেশায় সে দিনমজুর এবং রান্নার কারিগর তবে সে তা হতে চাইনি। ভাগ্যের পরিহাসে সময় তাকে এই পেশায় নিযুক্ত হতে বাধ্য করেছে। তবে দুবেলা ভালো খাবার খেতে আর নিজের পরিবারকে ভালো রাখতে প্রতিদিনই লড়ছে সে ।তাই জন্যই লটারির টিকিট কাটে কালিম। এর আগে একাধিকবার টিকিট কাটলেও এবার ৩০ টাকায় ৫ সেমের টিকিট কাটে কালিম আর তাতেই বাজিমাত।

Byte:0;00-0;32

বুধবার দুপুরে নম্বর মিলিয়ে দেখতেই দেখেন কেল্লাফতে। মিলে গেছে প্রত্যেকটি নম্বর। ব্যাস তখনই বুদ্ধি খেলে যায় তার মাথায়। কাউকে কিছুটি না জানিয়ে সটান চলে যান কান্দি থানায়। আগে নিরাপত্তা পরে সব. ।

সন্ধ্যায় লটারি টিকিট হাতে হাজির হন কান্দি থানাতে নিরাপত্তা নিতে।

তবেই লটারি পেয়ে বেজায় খুশি কালিম। এবার খানিক হলেও সুখের জীবন বুঝি এলো তার।

Byte:0;57-1;15

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *