যেন পৈত্রিক সম্পত্তি!
সরকারি অর্থ ব্যয় করে
নিজের জায়গায় বিদ্যুতের খুটি বসিয়েছেন অথচ
সেই খুঁটি থেকে কাউকে বিদ্যুৎ সংযোগ দিতে বেজায় নারাজ বুথ সভাপতি
৩০ বছর ধরে চলছে এই পন্থা
তৃণমূল নেতার জোড় জুলুম
বিক্ষোভের পথে এলাকাবাসী
0;027-0;39 lok
সরকারি জমি হরপ করে তৃণমূল পার্টি অফিস। সরকারের যাবতীয় সুযোগ-সুবিধা শাসক দলের নেতারাই ভোগ করছে এমন অভিযোগ বারে বারে উঠেছে। এবারে এক অন্যরকম অভিযোগ। গ্রীষ্মকালে বিদ্যুতের খুটিয়ে নিয়ে ঝামেলা। বিদ্যুৎ সংযোগ নিতে হলে নিতে হবে অন্য কোথাও থেকে। অথচ তৃণমূলের বুথ সভাপতির জমিতে সরকারি জায়গায় পোঁতা হচ্ছে আস্ত এক খুঁটি। তবে তা শুধু ব্যবহার করতে পারবে বুথ সভাপতি। সরকারি জমি হরপ করে দিনের পর দিন ধরে চলছে এই অরাজকতা।
0;00+0;29 kdlo burkha
সিউড়ির ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল বুথ সভাপতি রায়হান ইকবাল বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ। অভিযোগ ওই ওয়ার্ডের তৃণমূল বুথ সভাপতি নিজের জায়গায় একটি বিদ্যুতের খুঁটি বসিয়েছেন। সেই বিদ্যুতের খুঁটি সরকারি বলেও জানা যাচ্ছে। কিন্তু সেই খুঁটি থেকে যদি কেউ বিদ্যুৎ সংযোগ নিতে চাইছেন তাহলে তাকে আর দেওয়া হচ্ছে না।
Byte0
পুরো ঘটনা নিয়ে ইতিমধ্যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে গোটা এলাকাজুড়ে। দীর্ঘদিন ধরে এই সমস্যার কোন সমাধান খুঁজে না পেয়ে অবশেষে বিক্ষোভের পথে হেঁটেছে সাধারণ মানুষ.।এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার এলাকার বাসিন্দারা নিজেদের এলাকায় বাসের খুঁটি বেঁধে যাতায়াত বন্ধ করে দিয়েছেন। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই বাঁশ তারা খুলবেন না। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি জানান
Byte0;20
Leave a Reply