অভিষেকের কর্মসূচিতে পথের কাটা কালবৈশাখী
নবজোয়ার যাত্রার মাঝেই বিরাট বড় বিপদ
প্রাকৃতিক দুর্যোগে বাধা হয়ে দাঁড়ালো কর্মসূচিতে
ঝড়ের দাপটে ভাঙলো অভিষেকের নবজোয়ারের তোরন
এক ঝড়েই একেবারে লন্ডভন্ড অবস্থা
অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে একের পর এক বড় বাধা
প্রকৃতি যেন শত্রু!
একমাস অতিক্রম করেছে অভিষেকের নবজোয়ার কর্মসূচি ।এর মাঝেই রাজ্যের বিভিন্ন জেলায় পৌছে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ।আর প্রায় প্রত্যেক নব জোয়ার কর্মসূচিতে একের পর এক চমক দিয়েছেন তিনি। তা সে চায়ের দোকানে বসে সাধারণ মানুষের অভিযোগ শোনা হোক কিংবা প্রাক্তন কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাসের তৃণমূলে যোগদান ।তীব্র তাপ প্রবাহ মাথায় নিয়েই চলেছে কর্মসূচি। ৪০ ডিগ্রি তাপমাত্রার মাঝেই পথযাত্রা করেছেন তিনি তবেই এক মাসের মাঝে বেশ কয়েকবারই উঠে এসেছে ভিন্ন চিত্র রাজনৈতিক বাধা তো ছিলই তার ওপর গোদের ওপর বিষফোঁড়া হয়েছে প্রাকৃতিক দুর্যোগ। কালক্রমে দেখা গেছে বৈশাখ মাসে একাধিক কালবৈশাখী ঝড়ে অভিষেকের নবজোয়ার কর্মসূচি বাধা প্রাপ্ত হয়েছে। ভেঙে তছনছ হয়েছে সভা।
সম্প্রতি আরামবাগে মিনিট খানেকের কালবৈশাখী ঝড় হয়। আর সেই হঠাৎ ঝড়ে ভাঙল অভিষেকের নবজোয়ারের তোরণ।আরামবাগ বাতানল তেলোভেলো এলাকার উপর দিয়ে বিকালে ঝড় বয়ে যায়। যার ফলেই একেবারে কর্মসূচি আগেই বড় বিপদ সৃষ্টি হয় তৃণমূল কর্মীদের জন্য। পাত্তাড়ি গুটিয়ে আশ্রয় নিতে হয় শক্তভক্ত ছাদের তলায়।
অন্যদিকে একদিকে যখন ঝড়ের দাপটে ভেঙেছে সবার তরুণ অন্যদিকে তখন তীব্র দাবদাহের মাঝেই ট্রাক্টরের উপর চড়ে সবারই করতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। হুগলি জেলা সফরের দ্বিতীয় দিনে ট্রাক্টরে চেপে জনসংযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
।গতকাল সিঙ্গুরের ভোলা স্পোটিং ময়দানে নিশি যাপনের পর আজ সিঙ্গুর থেকে জনসংযোগ যাত্রা শুরু করেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ। এরপর হরিপাল মালিয়া কাশী বিশ্বনাথ সেবা সমিতির থেকে হরিপাল নন্দকুঠি পর্যন্ত এক কিলোমিটার ট্রাক্টর মিছিল করেন। সেই মিছিলের প্রথম ট্রাক্টরে উঠে বসেন অভিষেক। কয়েকশো ট্রাক্টর এই জনসংযোগ যাত্রায় অংশগ্রহণ করেন। যা দেখতে রাস্তার দু’ ধারে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ।
Leave a Reply