-
করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। আহত হয়েছে অগণিত মানুষ। তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছে সংবাদ মাধ্যম। গোটা hiii i jiরাজ্যজুড়ে চলছে শোকের আবহাওয়া এই চিত্র তুলে ধরেছে সংবাদ মাধ্যম ই।
গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের পরিস্থিতি খানিক হলেও একই রকম। তবে এর মাঝেই যে বিষয়ে বারংবার প্রশ্ন তুলেছে বিরোধীরা, তা হল আহতদের পরিবারের সাথে কথা বলে জানা যাচ্ছে দুর্ঘটনায় আহত হওয়া বেশিরভাগ মানুষেরা কর্মসূত্রে ছিল ভিন্ন রাজ্যে। কেউ বাড়িতে ফিরছিল তো কেউ কাজের সূত্রেই যাচ্ছিল ভিন্ন রাজ্যে । তখনই প্রশ্ন ওঠে রাজ্যের কর্মসংস্থানের অবস্থা নিয়ে। আর সেই বিষয় কে ধরে নতুন ইস্যু ক্রিয়েট করেছে বিরোধী দল বিজেপি। তাদের প্রশ্ন রাজ্যে কর্মসংস্থান থাকতেও কেন ভিন্ন যেতে হচ্ছে অগণিত মানুষকে। তার জন্যই আজ দুর্ঘটনার শিকার তারা। এর পিছনে একশো শতাংশ দায়ী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন সাংবাদিকদের সামনে সুকান্ত মজুমদার আওয়াজ তোলেন এই নিয়ে।
0;08-0;44-2;20
ইতিমধ্যে স্বজন হারাতে পাশে থাকার আশা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বজনহারা পরিবারদেরকে হোম গার্ডের চাকরি দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।প্রসঙ্গত এই নিয়েও রাজ্য সরকারকে বিদ্রুপ করতে ছাড়েনি সুকান্ত মজুমদার।
Byte 1:24-1:48 –2:20
অন্যদিকে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর বারংবার যে প্রশ্ন উঠছে তা হল এই দুর্ঘটনার পেছনে আসলে দায়ী কে? গাফিলতি নাকি কোন ষড়যন্ত্র ? অন্যদিকে সেই নিয়ে ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ মিলেছে। রেল কর্তৃপক্ষের তরফ থেকেও প্রকাশ করা হয়েছে তথ্য। যদিও সে তথ্য নিয়ে রাজনীতির নেই কোন শেষ। সম্প্রতি এই নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন সুকান্ত মজুমদার।
0;00-0;57—-2:47
Leave a Reply