Ph

এক নাগাড়ে বেজে চলেছে ফোন,
ধরছে না কেউ,
বারংবার একই নম্বরে ডায়াল
তবে নেই কোন উত্তর
শেষ দেখা ছয় মাস আগে
বাড়ি ফেরার কথা ছিল তিন দিন আগেই
তবে ফেরেনি সে
এমনকি আসেনি কোন খবর।
এমনকি উড়িষ্যা সরকারের তরফ থেকেও মিলছে না কোন আপডেট
এই মৃত্যু স্তূপের মাঝে আশার আলো দেখতেও বুক কাঁপছে সঞ্জয়ের স্ত্রীর।
0:20-0;27

কোন আশা নিয়ে স্বপ্ন দেখবে সে? কোন খবর শুনে শান্তি পাবে সে ?কোন খবর যে আসেনি। পাওয়া যায়নি কোন সংবাদ ।  । কেমন আছে স্বামী ?আদৌ কি বেঁচে আছে? শুধু একটিবার স্বামীর কণ্ঠস্বর শুনতেই বারংবার অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে  বসিরহাটের হিঙ্গলগঞ্জের বাসিন্দা সঞ্জয় মন্ডল এর স্ত্রী।
Byte 0;00-0;18 bou

দীর্ঘ আট মাস পর বাড়ি ফেরার কথা ছিল বছর ৩৮ এ সঞ্জয় মণ্ডলের। কর্মসূত্রে দীর্ঘদিন ধরে ব্যাঙ্গালোরে থাকেন তিনি। গত ছয় মাস আগে শেষ বার বাড়ি এসেছিলেন। ইচ্ছে ছিল এবার বাড়ি আসলে বেশ কিছুদিন থাকবেন। সেই আশাতেই বুক বাঁধছিল ছিল স্ত্রী। হঠাৎই জানতে পারেন যে ট্রেনে আসছিল স্বামী, সেই ট্রেন দুর্ঘটনার কবলে। তাতেই আকাশ ভেঙে পড়ে সঞ্জয় বাবুর স্ত্রীর মাথায়।
Byte0;00-0;24 bou
বুধবার  শেষ কথা হয়েছিল  স্ত্রী আরতী মন্ডল এবং ছেলে বিশ্বজিৎ মন্ডলের সঙ্গে। তখনই জানিয়েছিলেন ফিরছেন বাড়ি। তারপরই দুর্ঘটনার কবলে পরে যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস। তারপর কেটে গেছে 72 ঘন্টা। তবু আসেনি কোন খবর ।বারংবার ফোন করলেও মেলেনি কোন উত্তর। অন্যদিকে গ্রামের এক বাসিন্দার এমন খবর পেয়ে তৎপরতা দেখিয়েছে প্রশাসন।  বিডিওর নির্দেশে অ্যাম্বুলেন্স ও সরকারি প্রতিনিধিরা বালেশ্বরের উদ্দেশ্যে দিয়েছে রওনা।
0;00-0;47 mota
অন্যদিকে এদিন সকালে হিঙ্গলগঞ্জের বিডিও  সহ একাধিক প্রশাসনিক আধিকারিক আসেন তাদের বাড়িতে আশ্বাস দেন পাশে থাকার।
Byte0;31-0;51bou
তবে সেই আশাতে  যেন মন ভরছে না আরতি দেবীর। একটিবার স্বামীর কণ্ঠস্বর শুনতে পারলে তবেই একটু নিশ্চিন্ত হবেন তিনি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *