স্বামীকে লুকিয়ে রেখেছে স্বয়ং বাবা
কিছুতেই সংসার করতে দেবে না বউয়ের সাথে
কাগজে কলমে সই করে বিয়ে করলেও পাশে নেই স্বামী
ছোট্ট সন্তান নিয়ে একাই লড়ছে স্ত্রী
শ্বশুরবাড়ি নেই তার ঠাঁই
ক্লাব ঘরে রাত্রি যাপন
স্বামী যখন পর
তখন বাকি কারোর থেকে আশা করাই দায়!
একেবারে কাগজে কলমের স্বাক্ষর করে তাদের বিয়ে। এলাকায় বলে ভালোবেসে বিয়ে ।অথচ বিয়ের চার মাসের মধ্যেই ভালোবাসা পালালো জানলা দিয়ে ।স্বামী নিখোঁজ। স্বামী আলী হোসেনকে পেতেই হন্যে হয়ে খুঁজছে তাসলিমা বিবি। কোলে এক রতি সন্তানকে নিয়ে দিশেহারা সে।
Byte0;40-0;44 bou
জানা যায় তাসলিমা বিবির পূর্ববর্তী এক বিয়ে ছিল তার দরুণ এই সন্তান । পরবর্তীকালে বর্তমান স্বামী আলীর সাথে পরিচয় হয় তার.। শুরুতে সন্তান সমেত তসলিমা কে বিয়ে করতে চান আলী ।পরিবারের সম্মতিতেই বিয়ে হয় তাদের। তবে বিয়ে হতেই বদলে যায় চিত্র।
আলী হোসেনের বাড়ি থেকে এ বিয়ে মেনে না নিতে চাইলে , তাকে বাড়িতে উঠতে দেয় না। তবে বিয়ে যখন হয়েই গেছে, সদ্যজাত ওই শিশুর কথা , এবং একজন মহিলার কথা ভেবে, এলাকার মানুষজন তাদের একটি ক্লাবে থাকার জায়গা দেয়। এবং আলী হোসেনের বাবা লতিফ শেখের কাছে জোরালো আবেদন রাখে প্রতি মাসে সামান্য কিছু খরচ দেওয়ার জন্য। এলাকাবাসীর সার্বিক এই সিদ্ধান্তে প্রাথমিকভাবে মেনে নিলেও , হয়তো একমাস চালানোর পরেই তা বোঝা বলে মনে হয়েছে। তাই হঠাৎই ছেলেকে হাপিস করে দেন তারা বলে উঠছে অভিযোগ
Byte-0;34-1;28 neel
অন্যদিকে স্বামীকে হারিয়ে প্রায় দিশেহারা হয়ে গিয়েছেন স্ত্রী, কোথায় যাবেন কি খাবেন কিছুই জানেনা। বারংবার আশ্রয়ের জন্য শ্বশুরবাড়িতে কাকুতি মিনতি করলেও বিন্দুমাত্র বরফ গলে না তাতে.।
এমনকি মৃত্যুবরণ পর্যন্ত করতে উদ্যোগী হয় স্ত্রী।
তবে কোন রকম এই পদক্ষেপ নেওয়ার হাত থেকে রুখে দেয় এলাকাবাসি.। কিন্তু লতিফ শেখ কিছুতেই মানতে নারাজ, নিখোঁজ ছেলের সম্পর্কে তার কোন আগ্রহ নেই বলেই জানিয়েছেন তিনি, আর এখানেই সন্দেহ আরো বেড়েছে এলাকাবাসীদের। স্ত্রী তসলিমা বিবিরও তাই অনুমান
Byte1;00-1;36
অবশেষে কোন পথে গিয়েই যখন কোন কাজ হয় না, তখন অবশেষে শান্তিপুর থানা দারস্থ হয় তাসলিমা.. ।
Byte:2:13-2:16
। গতকাল রাত আনুমানিক এগারোটা নাগাদ, এলাকার ২৫-৩০ জন যুবক এবং বেশ কিছু মহিলা তসলিমা কে নিয়ে থানায় আসে। সবিস্তারে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার কে গোটা ঘটনাটি বিশদে জানান এলাকাবাসী। শান্তিপুর থানার পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে , আজ ওই গৃহবধূকে সন্তান সহ তার শ্বশুরবাড়িতে আশ্রয় করে দেওয়ার।
Leave a Reply