Opelkhya

সমস্ত অপেক্ষার অবসান

সমস্ত আশার ইতি

সমস্ত দুশ্চিন্তায় দাড়ি

অবশেষে ঘরের ছেলে ফিরলো ঘরে

ঘরে ফিরল ছেলের নিথর দেহ

একই সাথে জ্বলে উঠলো একাধিক চিতা

শ্মশান প্রান্তর যেন জনসমুদ্র

অশ্রু জলে ভাসছে গোটা গ্রাম

0:15-0;40 sando

করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ইতিমধ্যে প্রাণ হারিয়েছে শতাধিক . ।আহত হয়েছে কত তার হিসাব বেড়ে চলেছে ক্রমশ। মানুষ শুধু জানে সেই ট্রেনে ছিল তার প্রিয়জন। কেউ জানে প্রিয়জনের খবর তো কেউ এখনো অপেক্ষারত। যাদের দেহ সনাক্ত করা গেছে তাদের দেহ ধীরে ধীরে ক্রমাগত পাঠানোর ব্যবস্থা চলছে পরিবারের কাছে। এদিন সকাল হতেই তিন মা ফিরে পেলে তার কোলের ছেলে। তবে তখন তারা চিরঘুমে।

1;30-1;40 sando

এদিন পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির বোগা গ্রাম সকাল হতেই বদলে গেল শোক সভায়। যেদিক দুচোখ যায় শুধু কান্না ,দুঃখ, প্রলাপ। অবশেষে মায়ের কোলে ফিরল তারা।বাড়ি ফিরলো নন্দন,শংকর, ভোলানাথ, রাজীব, সুমনের নিথর দেহ।

 

ওড়িশ‍্যার বালেশ্বরের কাছে বাহানাগায় করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ খেজুরির পাঁচ যুবকের মৃতদেহ ফিরলো গ্রামে।

Byte0;;00-0;36 shirt

 

 

সুস্থ সবল ছেলেরা গিয়েছিল কর্মসূত্রের বাইরে ।আশা ছিল ছেলেরা ফিরলেই কথা হবে সুখ-দুঃখের। তার আর হলো কই!ভাগ্যের পরিহাসে সবই রয়ে গেল ইচ্ছে.।

 

৩ দিন পরে ঘরের ছেলে ফিরলো ঘরে। তবে সে প্রাণহীন। সারা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন নিকট আত্মীয়-পরিজন থেকে এলাকাবাসী সকলেই।b

yte1:50 -2;14 sando

 

  1. বোগা এলাকার চারজনের মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে প্রস্তুত করা হচ্ছে চার যুবককে চিতা। পরিবারের লোকজন শোকে পাথর হয়ে পড়েছেন। এ যেন গ্রামের এক অন্য ছবি।।শ্মশান প্রান্তর এখন যেন জনসমুদ্র।

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *