Kori

ফেলো করি মাখো তেল

তোলা না দিলে চলবে না কাজ!

কাটমানি না পাওয়ায় বেসরকারি কাজ বন্ধ করল তৃণমূল নেতারা

 

মাঝপথেই কাজ বন্ধ !

বেসরকারি সংস্থার কাজ চলার মাঝেই তৃণমূল নেতাদের দাপাদাপি

চরম সমস্যায় বেসরকারি সেই সংস্থা

তৃণমূল নেতাদের দাপটে নাজেহালে অবস্থা এলাকাবাসীর

 

 

 

তৃনমূল বিভিন্ন ক্ষেত্রে কাট মানি নিচ্ছে এই অভিযোগ বিরোধীদের আজকের নয়। বহুদিন থেকেই বারংবার এই অভিযোগ তোলা হয়েছে শাসক দলের বিরোধী দলগুলি তরফ থেকে। দলের ভেতরে রয়েছে এমন কিছু তৃণমূল নেতারা যারা স্বভাবে আবার অভাবেও কাট মানি নিচ্ছে দেদার। এবার তেমনই এক চিত্র এলো প্রকাশ্যে। এক বেসরকারি সংস্থা , চলছিল তাদেরই কাজ। তবে তৃণমূল নেতাদের ইচ্ছেমতো কাটমানি না দেওয়াতে বন্ধ করে দেয়া হলো কাজ । মাঝপথেই কাজ থামিয়ে দিতে হলো কর্মীদের। এবার স্থান ধুপগুড়ি ব্লকের গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েত।

 

Byte0;00-0;43 chocolate

। অভিযোগ, সরকারি সমস্ত নিয়ম মেনে গ্রাম পঞ্চায়েতের অনুমতিতে কাজ শুরু করে ওই বেসরকারি সংস্থার কর্মীরা। কিন্তু অন্যায় ভাবে তোলা চেয়ে না মেলায় কাজ আটকে দেয় স্থানীয় পাঁচ তৃণমূল জানা যায়, গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজ চলছিল গোলাপ মুন্সির মোড় এলাকায় ।মাঝ পথে কাজ বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছে ওই বেসরকারি সংস্থা। পাশাপাশি আটকে দেওয়া হয়েছে সংস্থার মেশিন।

Byte0;30-0;44 kelo

তবে এই অনাচারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে পঞ্চায়েত প্রধান নিজেই। তিনি জানিয়েছেন সাবধান করা হয়েছে ওই সমস্ত অভিযুক্ত তৃণমূল নেতাদের । এরপর কাজ না হলে করা পদক্ষেপ নেবেন তিনি .

Byte;0:40-1;08 chocolate

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *