6

বয়স মাত্র ৬

দুধের দাঁত এখনো পড়েনি

অথচ তার কান্ড দেখে বোঝার উপায় নেই

তার ক্ষমতা

এ যেন ছোটা প্যাকেট বড় ধামাকা

মাত্র ছয় বছর বয়সেই দুর্দান্ত সাফল্য ক্যারাটে তে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

চুঁচুড়ার বর্ণালী চন্দ. । বয়স তার মাত্র ৬। আর এইটুকু বয়সেই খিলখিলারি দেখাচ্ছে এই একরত্তি। খেলাধুলার বয়সে একে পর এক রেকর্ড তৈরি করছে সে ভাঙছে নিজের একাধিক রেকর্ড। অবাক হবেন তাকে দেখলে।

যে উপাধি পেতে বছরের পর বছর লেগে যায় অন্যান্যদের তাই মাত্র ৬ বছর বয়সে পেয়েছে বর্ণালী। সঠিকভাবে হাত পা ব্যবহার করে ‘ব্ল্যাক বেল্ট’ চুঁচুড়ার বর্ণালী চন্দ।প্যাঁচ পয়জার ক্যারাটের পরিভাষায় যাকে কাতা বলা হয়, মাত্র ছয় বছর বয়সে সেই দশটি কাতা শিখে দেশের মধ্যে ক্ষুদে ব্ল্যাক বেল্টের অধিকারী হয়েছে সেন্ট টমাস স্কুলের ক্লাস টুয়ের ছাত্রী বর্ণালী।

Byte0;00-0! 30

 

বছর তখন তিন স্কুলে ভর্তি হবার ও আগে। সে তখন থেকেই বাবার হাত ধরে ক্যারাটে শিখতে যেত বর্ণালী। তখন থেকেই মেয়ে ক্যারাটে শিখছে বললেই অবাক হতেন লোক এইটুকু বয়সে ক্যারাটে! তবে বর্ণালী অনেক ছোট বয়সেই দেখেছে অনেক কঠিন সময় করোনা। আর বর্ণালী কে স্বীকৃতি দেওয়ার পিছনে এই করনাকালেরই রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

 

 

Byte0;30-0! 59 baba

 

বর্ণালী ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস,ইন্টারন্যাশনাল কালামস গোল্ডেন অ্যাওয়ার্ড,ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস,ওএমজি রেকর্ডস,আমেরিকা রেকর্ডস থেকে স্বীকৃতি মিলেছে।লিমকা বুক অফ রেকর্ডস এবং গিনেশ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর জন্য আবেদন করা হয়েছে।

বর্ণালী বলে,

Byte


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *