তিনি যেন মা
ঠিক মায়ের মতনই
তিনিই শিক্ষা দিচ্ছেন শত শত মেয়েদের
স্বনির্ভর করছেন তাদের।
নিজ উদ্যোগে শেখাচ্ছেন কাউকে পার্লারের কাজ কাউকে আবার হেয়ার কাট
স্কুল ছুট মেয়েদের মা হয়ে তিনি এখন দশ পূজা
পাহাড়ে মেয়ে পাচারের বিরুদ্ধে তার সংগ্রাম।
সেই ছাত্রী জীবন থেকেই সে চেয়েছিল সমাজের জন্য কিছু করতে। যা করলে পাঁচজনের ভালো হয়। স্কুল ছুট পড়ুয়া থেকে শুরু করে সাধারণ গরীব পরিবারের মেয়েদের জীবন বাঁচাতে সমাজের বিরুদ্ধে ছিল তার সংগ্রাম। চোখের সামনে সে দেখেছে মেয়ে পাচার হয়ে যেতে। আর তখন থেকেই তার মনে একটাই উদ্দেশ্য পাল্টে ফেলতে হবে মেয়েদের জীবন।
ইনি শুক্লা দেবনাথ, আলিপুরদুয়ার জেলার হাসিমারার বাসিন্দা। তিনি এলাকায় দশভুজা নামে পরিচিত।
। দশভূজা হয়ে আজ তিনি কুড়িটি চা বাগানের ৫০০০ মেয়ে ও মহিলাকে স্বাবলম্বী হবার পাঠ দিচ্ছেন। তাদের শেখাচ্ছেন পার্লার, হেয়ার কাটিং, মেহেন্দি ডিজাইন, ফেসিয়াল প্রভৃতি। শুধু তাই নয়, বাগানের স্কুল ছুট মেয়েদের পড়ানোর পাশাপাশি আত্মরক্ষার নানান কৌশল শেখাচ্ছেন।
প্রতি রবিবার করে এক এক বাগানে তিনি ছুটে যান, যেমন এই রবিবারে তিনি কালচিনি ব্লকের রাধারানী চা বাগানের মেয়েদের সনির্ভরতার পাঠ দিলেন। একদিকে ভুটান পাহাড় ও পাহাড়তলীর জঙ্গল, আর পাহাড়ি পানা নদীর পাড়ে চললো তার নির্ভরতার প্রশিক্ষণ।
Byte
তবে শুক্লার জীবন আরো বেদনাদায়ক। বাবা প্রয়াত হয়েছে বহুদিন। মাকে আঁকড়ে ধরেই তিনি এগিয়ে চলেছেন, ঔমা-ই তার অনুপ্রেরণা। আর চা বাগানের হাজার হাজার মেয়ের।
Leave a Reply