Kora

কড়া নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে

ভারতীয় বেড়া কাটার ছক

সীমান্ত পেরিয়ে আসতে গিয়ে ধরা পরল বাংলাদেশী পাচারকারী।

বিএসএফদের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা তবে সমস্ত চেষ্টাই গেল জলে

বি এস এফের গুলিতেই শেষ

সুকৌশল অবলম্বন করেও হল না শেষরক্ষা

ভোররাতে নিঃশেষ

ভারতে ঢুকতেই পেল যোগ্য জবাব

 

 

 

 

 

হল না শেষ রক্ষা। সু কৌশল অবলম্বন করেও একেবারে ধরাশায়ী। জওয়ানদের চোখে ধুলো দিয়ে বাংলাদেশী পাচারকারীদের উদ্দেশ্যেই থাকে ভারতে ঢোকা। তারপরে চলে বেআইনি কার্যকলাপ। আর এই সমস্ত কাজের জন্য আদর্শ সময় হিসেবে বারংবার দেখা গেছে মাঝরাত বেছে নিয়েছে তারা। তাই বছরের বেশিরভাগ সময় সমস্ত সীমান্তেই কড়া নিরাপত্তা ব্যবস্থার রাখা হয়। যার দরুন বাংলাদেশে পাচারকারীদের বেড়া টপকানোর প্রবণতা কমেছে অনেকখানি। তবে সম্প্রতি বাংলাদেশের এক পাচারকারী দল ঢোকার চেষ্টা করে। তখনই সরাসরি ভারতীয় বিএসএফের হাতে ধরা পড়ে যায় তারা।

 

 

 

 

 

জানা যায় সোমবার ভোররাত আনুমানিক ২ টা নাগাদ প্রায় ১০-১৫ জনের বাংলাদেশীর একটি দল ভারতীয় সীমান্তে প্রবেশ করে বেড়া কাটার চেষ্টা করে বলে বিএসএফ সূত্রে জানা যায়। পরবর্তিতে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা বাঁধা দিলে কর্তব্যরত জওয়ানের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে বাংলাদেশীরা। সেই সময় আত্যরক্ষায় বিএসএফ সাত রাউন্ড গুলি চালায় বলে বিএসএফ সূত্রে জানা যায়। বিএসএফের গুলিতে মারা যায় এক বাংলাদেশী পাচারকারী। জামালদহ সরকারপাড়া এলাকায় মিলিরোপা বি.ও.পির কাছে ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশী পাচারকারির।

এক স্থানীয় জানান

Byte0;02-0;38

 

অন্যদিকে সীমান্তের অপরদিকে রয়েছে বাংলাদেশের তেপুরগাড়ি এলাকা । শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা দিকে আরো আলোকপাত করতে চাইছে ভারতীয় বিএসএফ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *