Chaa

এক দোকানেই ২৬ রকমের চা।

দার্জিলিং চা থেকে মাকাই বাড়ি টি

যা নেবেন তাই মাত্র 10 টাকা।

এছাড়াও রয়েছে এমন এক এক ধরনের চা যা আপনি কস্মিনকালেও শোনেননি।

একই ছাদের তলায় এত রকমের চায়ের সম্ভার রীতিমতো অবাক করার মত

 

 

বিটেক চাওয়ালার পর এবারে বাজারে নতুন সনস্যাশন এই চা ওয়ালি যার দোকানে গেলেই পাওয়া যাচ্ছে 26 রকমের চা ।কি নেই সেই তালিকায় !রয়েছে এমনও কিছু চা পাতা যার নাম আপনি শোনেন নি কোন কালে। কেবল এবং কেবলমাত্র চা প্রেমীদের জন্যই খোলা হয়েছে এই অভিনব দোকান। এইটা তৈরি করার পদ্ধতি ও একেবারে ভিন্ন রকমের। পিতলের হাড়িতে তৈরি করা হয় যা তারপর সেই চাই দেয়া হয় বিভিন্ন রকম পাত্রে।

 

সম্প্রতি জলপাইগুড়ির বুকে ২৬ রকমের চায়ের দোকানের উদ্বোধন করলেন স্বয়ং জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসেন পাপিয়া পাল। কেক কেটে এই আউটলেটের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন।

Byte

 

আর উদ্বোধনের দিনই দেখা গেল চোখে পড়ার মত ভিড়।এঅ তো হরেক রকমের চা তার ওপর এত অল্প দামে, তাই যেন মাছির মতো ডেকে আনছে এলাকার মানুষদের। এই দোকানের প্রধান উদ্যোক্তা সুইটি ঘোষের সাথে কথা বলে জানা যায় কেবলমাত্র ব্যবসায়িক ক্ষেত্রেই যেই দোকান ব্যবহার করা হচ্ছে তা নয়। এই দোকান বহু মানুষের কর্মসংস্থান জোগাবে । দোকানের একাধিক আউটলেট এক একটি দোকানে প্রায় ১৫ জন করে নতুন কর্মী নেওয়া যেতে পারে। তাই সাধারণ মানুষের জন্য রোজগার করার নতুন উপায় তৈরি করবে এই চায়ের দোকান।

 

Byte

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *