0;20-0;46
করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা । যা ইতিমধ্যে গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছে। শতাধিক মৃত্যুর পাশাপাশি অগণিত মানুষ আহত হয়েছে চোখের নিমেষে। এরই মাঝে শুরু হয়েছে রাজনৈতিক টানা পোড়েন। এত বড় দুর্ঘটনার পিছনে দায়ী কে ?ইতিমধ্যে তা নিয়ে শুরু হয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে দ্বৈরথ।
অন্যদিকে এদিন মিছিল থেকে সেই নিয়ে মুখ খুললেন সিপিআইএম নেতা মহঃ সেলিম । এদিন দুর্ঘটনা সম্পর্কে কথা বলতে গিয়েই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
Byte:0;00-0;39
এখানেই শেষ নয় , এদিন তিনি কেন্দ্রীয় সরকারের কাছে প্রশ্ন রাখেন যে কেন কোন ফুলটাইম রেলমন্ত্রী নেই । এত বড় দুর্ঘটনা ঘটাকালীন সময়ে কোন ফুলটাইম রেলমন্ত্রী নেই ! তাই আশ্চর্য করছে।
এই প্রশ্নের উত্তর দেবে কে?
Byte:0;50-0;54
করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তিনদিন অতিক্রান্ত । আর গত তিন দিন ধরেই প্রায় শতাধিক মৃতদেহ উদ্ধার হয়েছে ইতিমধ্যে। তবে এদিন মোহাম্মদ সেলিমকে শোনা যায় সেই মৃত দেহ গুলি সম্পর্কে মুখ খুলতে। তিনি বলেন মৃতদেহগুলি ছুড়ে ফেলা হচ্ছে একেবারেই কুকুর বিড়ালের মত।
Byte:1;38-1;58
মানুষের উপর কেন্দ্র এবং রাজ্যের যে-নিপীড়ন তা দিন দিন ফুটে উঠছে। এই দিন মিছিলে কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় মোহাম্মদ সেলিমকে।
অন্যদিকে তারা জানান রেলমন্ত্রী যেই হোক না কেন তারা প্রতিবাদ জানিয়েছে তারা প্রতিবাদ জানাবে। তাই আজ তারা রাস্তায় নেমেছে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে।
Byte:2;00-2;18
Leave a Reply