খুব জোড় আওয়াজ !
মাঝে মিনিট খানিকের নিস্তব্ধতা
তারপর বদলে গেল চিত্র।
জ্ঞান ফিরতেই চারিপাশে কান্নার আওয়াজ ,রক্তাক্ত দেহ
অচেনা মানুষের বাঁচার লড়াই
তার মাঝে কাউকেই চিনতে না পারা
বুঝতে না পারা কোথায় রয়েছে সবাই
শুধু হাহাকার চিৎকার, আর্তনাদ আর স্বজন হারাদের কান্না।
এক অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে ফিরে এলো রায়দিঘির তিন যুবক
একসাথে গিয়ে সবাই একসাথেই ফিরবে সেই আশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিল রায়দিঘির একদল যুবক। তবে সেই আশা আর পূরণ হলো না। প্রিয়জনদের ছাড়াই ফিরতে হলো বাড়ি। তবে বাড়ি ফিরেও শান্তি নেই তাদের সেই কান্না, সেই চিৎকার সেই রক্তঝরা মুখ ভোলা এত সহজে সম্ভব নয়।
রায়দিঘির একদল যুবকদের মধ্যে যারা কোনক্রমে বেঁচে ফিরে এসেছে তাদের মধ্যে একজন সৌরভ হালদার। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সৌরভ, কোন ভাগ্যে বাঁচতে পেরেছে সে । তবে হাসপাতালের চোখ খুলতেই তার মনে পড়ে যাচ্ছে সেই মর্মান্তিক দৃশ্যের কথা। সেই দুর্ঘটনার পর চোখ খুলতেই খুঁজে বেরানো বন্ধুদের। তবে কোথায় বন্ধু !চারিদিকে শুধু অচেনা মুখেদের। তারাও খুঁজছে নিজেদের প্রিয়জনকে অবশেষে খালি হাতে একাই ফিরে এসেছে রায়দিঘি।
Byte0;00-0;36
একই রকমই অভিজ্ঞতার শিকার আবুল হাসান শেখ এই দিন বন্ধু-বান্ধবের সঙ্গে সেও ছিল সেই ট্রেনে তবে ঠিক কি হয়েছিল? আজ তার আর মনে পড়ছে এসব। শুধু এটুকু মনে আছে তাঁর সঙ্গে আরও ৩ জন ছিল, জ্ঞান ফিরলে কাউকে না খুঁজে পেয়ে একাই বেরিয়ে পড়েন বাড়ির দিকে। বাড়ি এসে জানতে পারেন, সঙ্গীদের মধ্যে বাকি দু’জন ফিরেছেন, একজনের এখনও খোঁজ মেলেনি। প্রাণ নিয়ে বাড়ি ফিরেছেন এটাই অনেক বলে মনে করছেন তাঁরা।
Byte0;00-0;28
এছাড়াও জামতলার আর এক যুবক এই দুর্ঘটনার পর ফিরতে পেরেছে বাড়ি যদিও তার সাথে সামনাসামনি হওয়ার সুযোগ পায়নি বাংলা হান্ট।
Leave a Reply