মৃত্যু কে বড্ড সামনে থেকে দেখেছে সে।
ফেরার ছিল না কোন আশা।
-50°c তাপমাত্রায় পড়েছিল সে দীর্ঘক্ষন
বরফের মাঝে , নির্জন একা
অবশেষে বাড়ি ফিরল
বাংলার অগ্নিকন্যা পিয়ালী।
আর বাড়ি ফিরতেই সে ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতিচারণ
অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্ট। তারপর ধৌলগিরি। নজির তো সে আগেই গড়ে দিয়েছিল। এখন শুধু একে একে নিজের তৈরি করা রেকর্ড নিজেই ভাঙছে পিয়ালী। সম্প্রতি সে মাকালু জয়ের উদ্দেশ্যে বেড়িয়েছিল । আর সেখানে গিয়েই ভয়ংকর বিপদের মুখে পড়েছিল পিয়ালী বসাক।
মাকালু জয় করে ফেরার পথে মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় প্রায় ২২ ঘন্টা তুষার ঝড়ে আটকে পরেছিল সে। বাড়ির সাথে সমস্ত যোগাযোগ হয়ে গিয়েছিল বিচ্ছিন্ন।
এক কথায় ফিরবার কোন আশাই ছিল না তার তবে অবশেষে ঘরের মেয়ে ফিরল ঘরে।
Byte
সদ্য মৃত্যুকে জয় করে বাড়ি ফিরেছে সে আর বাড়ি ফিরতেই সেই ভয়ংকর অভিজ্ঞতা স্মৃতিচারণ করছে পিয়ালী। সে জানায় ১৭ই মে সামিট করে ফেরার পথে তুষার ঝড়ের মধ্যে পড়েন পিয়ালি। পঁচাত্তর ডিগ্রি ঢালের মধ্যে জুতোয় লাগানো ক্রাম্পনের ওপর ভড় করে প্রায় ২২ ঘন্টা থাকার পরে এক রাশিয়ান পর্বতারোহী ও তার শেরপা পিয়ালিকে দেখতে পায়। তারা স্যাটেলাইট ফোনে যোগাযোগ করেন কাঠমান্ডুতে। তার পর শেরপা রা এসে কোনভাবে পিয়ালিকে উদ্ধার করে নিয়ে আসে ক্যাম্প থ্রি তে। এরপর তাকে হেলিকপ্টারে করে নেপালের লুকলা হাসপাতালে ভর্তি করা হয়।
তবে এ তো গেল তাকে খুঁজে পাওয়ার পরের ঘটনা।
এর আগের ঘটনা শুনলে চোখ কপালে উঠে যাবে আপনার । শুনুন পিয়ালীর মুখ থেকেই
0;00-1;19-2;28
তবে মৃত্যুকে এত কাছ থেকে দেখেও মৃত্যুকেই ভালোবাসতে চায় পিয়ালী। এ সমস্ত প্রতিকূলতার চেয়ে অনেকাংশে সে পছন্দ করে পাহাড়ের সৌন্দর্য। তাই খানিক বিশ্রাম নিয়ে ফের সে রওনা দেবে নতুন উদ্দেশ্যে।
আবার কাঞ্চনজঙ্ঘা,চো ইউ, সিসা পাংমা সহ আরো আট হাজারের বেশি পিক গুলোর লক্ষে পাড়ি দেবেন পিয়ালি।
Byte2;00-2;36–2:46
অন্যদিকে ঘরের মেয়ে ঘরে ফিরতেই প্রতিবেশীরা উপস্থিত হয় পিয়ালির বাড়িতে।তারা ফুলের মালা পড়িয়ে অভ্যর্থনা জানায় পিয়ালিকে।এর আগে অন্নপূর্ণা জয় করে মাকালু অভিযান না করেই ফিরে এসেছিল বাবার অসুস্থতার কারণে। আজ তাই বাড়ি ফিরে আগেই বাবার কাছে ছুটে যায় পিয়ালি।।
Leave a Reply