মাথার উপর চাঁদি ফাটা রোদ
গরমে মানুষের প্রান যায় যায় অবস্থা
তার মাঝেই বিনা ছাতায় দাঁড়িয়ে রয়েছে এক দল যুবক
একেবারে রাস্তায়
পথ চলতি বাইক থেকে চার চাকা
সামনে দিয়ে কিছু গেলেই থামিয়ে দিচ্ছে তারা।
কিন্তু কেন?
কি তাদের উদ্দেশ্য?
অজ্ঞাত এই যূবকরা কারা?
কবে আসবে নিম্নচাপ? কবে কমবে তাপও প্রবাহ? কবে পাওয়া যাবে এই গরম থেকে নিস্তার ?লাখ টাকার এক প্রশ্ন হলেও এর উত্তর কারো কাছেই নেই । দিন দিন এই সমস্যা বাড়ছে বই কমছে না। এমতাবস্থায় শরীর সুস্থ রাখতে চিকিৎসকদের পরামর্শ বারংবার পানীয় জল খাবার। এই গরমে এই একমাত্র অস্ত্র যা বাঁচাতে পারে জীবন।
তবে এই তীব্র তাপ প্রবাহে যখন বারংবার মানুষকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা ঠিক তখনই এক অদ্ভুত দৃশ্য দেখা মিলল আমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে রাস্তার মাঝে দাঁড়িয়ে হয়েছে একদল যুবক। তার চেয়ে অদ্ভুত তাদের আচরণ রাস্তায় লোক দেখলেই দাঁড় করাচ্ছে দ্বারা। মিনিটখানেকের কথোপকথন তারপরে এগিয়ে দিচ্ছে এক গ্লাস শরবত। অদ্ভুত না !
আসলে অদ্ভুত কিছুই না।
।’হরিশ্চন্দ্রপুর থানার রাড়িয়াল গ্রামবাসীদের উদ্যোগে দেখা গেল এক মানবিক উদ্যোগ।রবিবার তীব্র তাপদাহে পথ চলতি মানুষকে সাময়িকের জন্য তৃষ্ণা মেটাতে হাতে গ্লাস ও জগ ভর্তি সরবত নিয়ে রাস্তায় নেমে পড়েন একদল যুবক।পথ চলতি মানুষ থেকে শুরু করে সাইকেল,বাইক,টোটো ও অটো চালকদের রাস্তায় দাঁড় করিয়ে লেবু জল মিশ্রিত ঠান্ডা শরবত ।
Byte0;26-0;35 kalo jdma
নয় নয় করে প্রায় ৮০০ জন লোককে শরবত খাওয়ান উদ্যোক্তারা.। কোন সাহায্য ছাড়াই নিজ উদ্যোগে তারা শুরু করেছেন অভিনব এই প্রচেষ্টা। তাদের কাছ থেকে কথা বলে জানা যায় টানা পাঁচ দিন ধরে চলবে তাদের এই কর্মসূচি যেখানে পথ চলতি শতাধিক মানুষকে শরবত খাইয়ে তৃষ্ণা মেটাবেন তারা।
ইনি সাঞ্জুর আলম । পেশায় এম্বুলেন্স চালক। জানা যায় তিনি এই কর্মসূচি প্রধান উদ্যোক্তা।
Byte0;00-0;17 neel
Leave a Reply