Neel

গোটা দেশের মধ্যে প্রথম নীল রঙের রাস্তা

গোটা রাস্তাটাই একেবারে নীল

ঠিক যেন মরুভূমির মতো

পিচ গলিয়ে নয়

একেবারে প্লাস্টিকের তৈরি এই রাস্তা

যা দেখলে অবাক হবেন আপনি

অভিনব পদ্ধতিতে তৈরি রাস্তা

গাড়ি দুর্ঘটনা থেকে শুরু করে যেকোনো রকমের বিপদ থেকে আপনাকে বাঁচাবে

দেবে সুরক্ষা

তবে আপনি কি জানেন সরকারের কত টাকা খরচা করে তৈরি করা হয়েছে এই অভিনব রাস্তা?

 

 

 

 

 

 

দেশের প্রথম নীল রঙের রাস্তা. । রাস্তা বলতেই পিচ গলিয়ে কালো কুচকুচে রাস্তার ছবির কথা আপনার মাথায় আসে। তবে পূর্বে আপনার দেখা সমস্ত রাস্তার তুলনাই এই রাস্তা একেবারেই ভিন্ন। পিচ গলানো কালো রাস্তা কিংবা লাল মাটির কাঁচা রাস্তা নয় । এই একেবারে ভিন্ন ধরনের যার খোঁজ পাওয়া যায় সুদূর মরুভূমিতে।

তবে কোনদিন ভাবতে পেরেছেন নীল রঙের রাস্তার উপর দিয়ে বাইক চালিয়ে যাবেন আপনি? তাও যদি তা তৈরি হয় প্লাস্টিক দিয়ে বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই?!

 

 

গোটা দেশের মধ্যে প্রথম নীল রঙের ছোঁয়া এবার রাস্তাতেও! পূর্ব বর্ধমান জেলার রায়না ২নম্বর ব্লকে উচ্চারন একলক্ষী এলাকার নীল রঙের রাস্তা নজর কেড়েছে জেলা ছেরে রাজ্যে।

Byte

রাস্তা নির্মাণকারী সংস্থার কাছ থেকে কথা বলে জানা যায় এই রাস্তা তৈরীর পদ্ধতি একেবারেই ভিন্ন.।

বিটুমিনের সাথে বিশেষ পদ্ধতিতে অব্যবহৃত প্লাস্টিক মিশিয়ে তৈরী হয় নীল রঙের রাস্তা। পরিবেশ বান্ধব, সাশ্রয়ী ও টেকসই তাই রাজ্যের মধ্যে প্রথম পাইলট প্রজেক্ট হিসাবে পরীক্ষামূলকভাবে এই রাস্তা তৈরি করা হয়েছে, ফল ভাল হলে আস্তে আস্তে তা জেলার অন্যান্য প্রান্তেও তৈরি করা হবে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ীকা শম্পা ধাড়া।

তবে আপনি আরো অবাক হবেন যখন জানতে পারবেন এই রাস্তা তৈরি করার জন্য খরচ কত হয়েছে সরকারের ঘর থেকে।

বিধায়ীকা আরও জানান এই রাস্তা তৈরি হতে ২২লক্ষ্য টাকা ব্যায় হয়েছেও বলে জানান তিনি।তিনি আরও বলেন এই রাস্তাটি ৩২০মিটার একলক্ষী থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত এই রাস্তাটি হয়েছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *