তৃনমূলের নবজোয়ার কর্মসূচির দায়িত্ব নিল বিজেপি
মঞ্চ বাধা থেকে শুরু করে নব জোয়ারের আগে পর্যন্ত অগ্রিম প্রস্তুতি
যাবতীয় তদারকি করছে বিজেপি
অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে প্রস্তুতিতে কোন কমতি রাখছেন না বিজেমূল
বিজেপি কর্তৃক মাঠেই অভিষেকের নবোজোয়ার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কাঁধে তুলে নিল বিজেপির নিজেই
এ যেন একেবারে উল্টো পুরাণ
বর্তমানে রাজ্য রাজনীতিতে অন্যতম দুই বিরোধী দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। একদিকে যখন নবজোয়ার এর অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে জেলায় জেলায় ঘুরছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক তখনই বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর দাবি নবজোয়ারের সমস্ত টাকাই আসছে বেআইনি পথে। এছাড়াও একাধিক ইস্যু নিয়ে যখন কেন্দ্র এবং রাজ্যের মধ্যে দ্বৈরথ চলছে লাগাতার । তার মাঝেই এবার কর্মসূচিতে দেখা গেল এক ভিন্ন চিত্র । অভিষেকের নবজোয়ার কর্মসূচির প্রস্তুতিতে হাত লাগাচ্ছে বিজেপি।
অবাক হলেও এমনটা সত্যি।
হাওড়া জেলার ডোমজুড় ব্লক ও জগৎবলভপুর বিধানসভা এলাকার আজাদ কলেজের মাঠে ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় প্রধান অভিষেক বন্দোপাধ্যায়ের জনজোয়ার কর্মসূচি প্রস্তুতির তদারকি করতে দেখা গেল স্থানীয় বিজেপি নেতৃত্বকে।
Byte
ঘটনাচক্রে জানা যায় খুব দ্রুত নবজোয়ার কর্মসূচি যে মাঠে হতে চলেছে সেই মাঠ বিজেপির পদাধিকারির তবে তৃণমূলের তরফ থেকে লিখিত কোন আবেদন জানিয়ে অনুমতি চাওয়া হয়নি। মৌখিক কথাবার্তা তেই বিজেপির পক্ষ থেকে অনুমতি দেয়া হয় এই কর্মসূচির জন্য। প্রসঙ্গত এর আগে বিধানসভা নির্বাচনের সময় বিজেপির কর্তৃক এই মাঠকেই হেলিপ্যাডে পরিণত করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্য ।
তবে একদিকে যখন এই ঘটনা সাড়া ফেলেছে গোটা রাজ্যে তখন জগৎবল্লভপুর বিজেপি নেতা সৈকত দেব দাবি করেন
বিজেপির জগৎবল্লভপুর তিন নম্বর মন্ডলের সভাপতি সৈকত দেব দাবি করেন এই এলাকা ২০১৮ সাল থেকে বিজেপির শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। এখানকার সবকটি বুথে বিজেপি জয়ী হয়েছে। তাই বিজেপি বিজেপির জায়গায় ঠিকই রয়েছে এই মাঠ তৃণমূলকে ব্যবহার করতে দেওয়া শুধুমাত্রই সৌজন্যবোধ।
Byte
অন্যদিকে যখন এই পুরো বিষয়কে সৌজন্যবোধ বলে কাটাতে চাইছে বিজেপি ঠিক সেই সময় কর্মসূচি কেন্দ্রিক এই বিতর্ক কে কোন ভাবেই স্বাভাবিক ভাবে নিতে পারছে না, শাসক দল।
এই বিষয়টিকে সৌজন্য বলে অস্বীকার করে রাজনীতি করতে ছাড়ে নি শাসক দলের স্থানীয় নেতৃত্ব। তার বক্তব্য সৌজন্যবোধ নয় তারা বুঝে গিয়েছে গোটা রাজ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ে কে স্বাগত জানাবে। বিজেপি আগেই বুঝে গিয়েছে তা।
Byte
Leave a Reply