কলেজ ছাত্রীকে অশ্লীল মন্তব্য
সোশ্যাল মিডিয়ায় কুপ্রস্তাব
কলেজের অশিক্ষক কর্মীর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ
সন্তান সমতুল্য ছাত্রের সাথে অশালীন ব্যবহার
, উত্তেজনা কলেজ চত্বরে
খবরের সত্যতা যাচাই করতে গেলেই বাধা দিচ্ছে শাসকদলের কর্মীরা
কিন্তু কেন গোটা ঘটনা ঘিরে সর গরম অন্ডাল
0;00-0;20 neel
শিক্ষক সেতো বাবা-মার পরে , তার হাত ধরেই জীবনে প্রকৃত শিক্ষিত হয়ে ওঠা । একাধিক অধ্যায় শিখতে পারা। তারাই আমাদের জীবনে শিক্ষার ভিত তৈরী করে দেয়। বাবা মারা সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠায় তাদের প্রকৃত অর্থে শিক্ষিত করে তোলার জন্য। তবে কিছু ঘটনা যা বাবা-মাদের বিশ্বাসের ভীত নড়িয়ে দেয় এবারও সেরম এক ঘটনা উঠে এলো আমাদের শিরোনামে। শিক্ষালয় সুরক্ষিত নয় শিক্ষার্থীরা।জীবন বিপন্ন ছাত্রীর।সেই শিক্ষা প্রতিষ্ঠানেই বিপদের মুখে ছাত্রী ।
কলেজ ছাত্রীকে কুরুচিকর মন্তব্য এবং অশালীন প্রস্তাব দেয়ার অভিযোগ উঠল কলেজের প্রাক্তন সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য। সর্বসমক্ষে কুপ্রস্তাব দিয়ে ছাত্রী কে বিরক্ত করার মতো অভিযোগ উঠল কলেজেরই এক অশিক্ষক কর্মী বিরুদ্ধে।
Byte0;00-0: 19 didi
সূত্র মারফত জানা যায় , অন্ডাল ব্লকের খান্দরা কলেজের অস্থায়ী কর্মচারী পারিজাত রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে ওই কলেজেরই বিএ দ্বিতীয় বর্ষের বাউরী সমাজের এক ছাত্রীকে গত ২৬ মে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অশ্লীল মন্তব্য করার। বিষয়টি ওই ছাত্রী তাদের পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যান সমিতিকে জানালে ওই বাউরি সমাজের কয়েকজন প্রতিনিধি কলেজের অধ্যক্ষকে কাছে গতকাল অর্থাৎ বুধবার বিষয়টি জানান। কিন্তু অভিযোগ পেয়েও অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কলেজ কর্তৃপক্ষ।
তাতেই চটে যায় বাউরি সমাজ। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে বাউরি সমাজের লোকজন কলেজের গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি অবিলম্বে অভিযুক্ত পারিজাত রায়কে কাজ থেকে বরখাস্ত করতে হবে।
Byte0;00-0;28 mohila
অন্যদিকে এদিন দেখা যায়, যে কলেজে এমন ঘটনা ঘটেছে সেই কলেজের অভ্যন্তরে রয়েছে তৃণমূল নেতারা। আর সংবাদ মাধ্যম কলেজের অভ্যন্তরে ঢুকতে চাইলে আপত্তি জানাচ্ছে তারা তখনই প্রশ্ন হচ্ছে কেন?
। এই ঘটনা প্রসঙ্গে অন্ডাল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুভ্রজিৎ কুণ্ডু জানান, এমন ধরনের কোন ঘটনা ঘটেছে এমন অভিযোগ তাদের কাছে আসেইনি সংবাদমাধ্যমে মারফতেই তারা জানতে পারেন কলেজের অভ্যন্তরে ঘটেছে এমন ঘটনা যথারীতি এমন প্রতিক্রিয়া বাবার পরে প্রশ্ন হচ্ছে এলাকায় এমন ঘটনা ঘটে গেলেও প্রশাসন কি করে তা জানতে পারল না
Byte
Leave a Reply