এক অদ্ভুত কলা গাছ!
সেই গাছেই ঘটে সব অদ্ভুত কান্ড।
সাধারন গাছেদের মধ্যে এই গাছ একেবারে আলাদা
এর রয়েছে অদ্ভুত ক্ষমতা।
সব ভুতুড়ে।
কলা গাছে হাত দিতে গিয়েও দুবার ভাবছে মানুষ
নিজের হাতে পুঁতে ছিলেন চারা
সেই গাছে হাত দিতে গিয়ে ১০ বার ভাবছেন বাড়ির মালিক।
সখ করে পাশের বাড়ির প্রতিবেশীর কাছ থেকে একটি কলা গাছের চারা এনে পুঁতে ছিলেন নিজের বাগানে । বাকি পাঁচটা কলা গাছের মতো স্বাভাবিক হারে বৃদ্ধি হচ্ছিল এই কলা গাছেরও। জানা যায় কলা গাছের উচ্চতা এখন প্রায় ৮ থেকে ৯ ফুট।
তবে শুরু তে বাড়ির মালিক শেখ মেহেবুল আলীর চিন্তার অতীত ছিল যে এই কলা গাছই বড় হয়ে এই আকার ধারণ করতে চলেছে !
কলাগাছ বড় হতেই দেখা গেল অস্বাভাবিক চিত্র
এক কলা গাছে ১২ টি কলার কাঁদি। । একটি বা দুটি নয়, অবাক করার মতোই ঘটনা ১২ টি মোচা সহ কলার কাঁদি ঝুলছে কলা গাছে। কয়েক মাস আগে প্রতিবেশীর কাছ থেকে চারাগাছ এনে লাগিয়েছিলেন .। তবে প্রতিবেশীর বাড়ির পুরনো সেই কলা গাছে একের বেশি কলার কাঁদি ধরেইনি। কিন্তু তার গাছে এবার একেবারে দেখা গেল ভিন্ন চিত্র। তার বসানো গাছেই বারোটি কলার কাঁদি।
0;56-1;08
Byte0;13-0;28
এই ঘটনা এলাকায় জানাজানি হওয়ার পর থেকে তার বাড়ি এখন হয়ে গিয়েছে পর্যটন কেন্দ্র। দলে দলে মানুষ আছে শুধুমাত্র এই গাছের দেখা একবার পেতে।
Byte 0;00-0;33
মেহেবুল বাবুর বক্তব্য এই গাছ তিনি পু্ঁতে ছিলেন কাঁচা সবজি হিসেবে রান্না করে খাওয়ার জন্য সেই গাছে আজকে জনপ্রিয় করে তুলেছে এলাকায়।
Leave a Reply