Ningra

নোংরা ফেললে আদা ফ্রি

আবর্জনা সঠিক জায়গায় ফেললেই আদা ফ্রি

আপনার দায়িত্ব শুধু ঠিক ঠিক জায়গায় আবর্জনা ফেলা। তাহলেই অগ্নি মূল্য বাজারে আদা পাবেন বিনামূল্যে।

পৌর পিতা এসে আপনার বাড়িতে দিয়ে যাবে আদা

 

এই বাজারে বিনামূল্যে আদা পাওয়ার অভিনব সুযোগ

জানলেই অবাক হবেন আপনি

 

 

 

প্লাস্টিক যাত আবর্জনা অন্য জায়গায় এবং পচন দ্রব্য অর্থাৎ মাছ-মাংসের ফেলে দেওয়া অংশ কিংবা শাক সবজির খোসা অন্য জায়গায় ফেলতে হবে এমন নিয়ম আগে থেকেই তৈরি করেছিল রাজ্য সরকার। সেই নিয়ম অনুযায়ী প্রত্যেক বাড়িতে দুটি করে বালতি দেওয়া হয়েছিল আবর্জনা ভিন্ন ভিন্ন জায়গায় ফেলার জন্য। তারপরও দেখা গিয়েছে একাধিক মানুষ সমস্ত আবর্জনা একই বালতিতে ফেলছে । তাই আবার মানুষকে সজাগ করবার এক অভিনব উদ্যোগ নিল বর্ধমান পৌরসভার এক নাম্বার ওয়ার্ডের পৌরপিতা সুমিত কুমার শর্মা।

 

সে শুরু করেছে অভিনব এক প্রচেষ্টা যেখানে আবর্জনা সঠিক জায়গায় ফেললেই এলাকাবাসীকে দেয়া হচ্ছে বিনামূল্যে আদা।, আপনার বাড়ির আবর্জনা পৌরসভার নির্দিষ্ট গাড়িতেই ফেলতে হবে সঠিক ভাবে ভাগ করে, পচ্য ও অপচ্য বর্জ্য আলাদা আলাদা ভাবে, পৌরসভার দেওয়া বালতিতে ভাগ করে ,। এই নিয়ম মানলেই পাবেন বিনামূল্যে আদা, যথারীতি অগ্নিমূল্য বাজারে যেখানে আদাতে হাত দিলেই ছ্যাঁকা খাচ্ছে আমজনতা সেই মুহূর্তে পৌর পিতার এমন এক উদ্যোগ মুখে হাসি ফুটিয়েছে এলাকাবাসীর

byte

। সুইচঅন ফাউন্ডেশন এর সহযোগিতায় ও বর্ধমান সদর সামাজিকী ওয়েলফেয়ার সোসাইটি র উদ্যোগে ১ নম্বর ওয়ার্ডে চলছে ওয়েস্ট ম্যানেজমেন্ট এর পাইলট প্রজেক্ট । তারই অংশ হিসেবে এই কর্মসূচি। বাড়ির আবর্জনা যত্রতত্র না ফেলে পৌরসভার নির্দিষ্ট গাড়িতেই ফেলার সচেতনতা প্রচারের উদ্দেশ্যে ও সাধারণ মানুষ কে আবর্জনা ব্যবস্থাপনার প্রতি উৎসাহিত করার জন্যই এই অভিনব কর্মসূচি গ্রহণ করা হয় এদিন বলে জানান কাউন্সিলার সুমিত কুমার শর্মা।

সুইচ অন ফাউন্ডেশনের তরফে ভিনয় জাজু , সন্দীপন সরকার রা জানান মোট ৪০ টি বাড়িতে এদিন ৩০০ গ্রাম করে আদা উপহার দেওয়া হয়

Byte


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *