Kanna

Kanna

কুসংস্কারে জেরে প্রাণ গেল নাবালকের

বাপ মার গাফিলতিতে ই প্রাণ হারালো কিশোর।

সাপে কামড়াতেই চিকিৎসালয় নয় ওঝার কাছে

সময় নষ্টের জন্যই শূন্য হল মায়ের কোল

আসল ওষুধ পড়ার আগেই ততক্ষণে বিষে ভরে গেছে শরীর

শুধুমাত্র সময় সময় নষ্ট করার জন্যই বেঘুরে প্রাণ গেল সন্তানের

 

 

 

 

 

 

একবিংশ শতাব্দীর গোড়ায় দাঁড়িয়ে কুসংস্কার কারো প্রাণ কাড়তে পারে এ যেন এক নজির বিহীন বিষয়। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে মানুষ যখন আকাশ ছোঁয়া কাজ করতে সক্ষম হচ্ছে তখন কেবলমাত্র কুসংস্করের ওপর বিশ্বাস রেখে নিজের সন্তানকে হারালেন একদম দম্পতি।

 

জানা যায় দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের উত্তর হারাধনপুর গুড়িয়া পাড়ায় বাস করতেন বছর ১৩ সুজয় বেড়া, ঘটনার দিন বাবা মার সাথেই এক বিছানায় শুয়েছিল সে। হঠাৎই এক বিষধর সাপ এসে তার পায়ে ছোবল মারে। কিশোরের কান্নাকাটির জন্যই উঠে আসে আশেপাশের লোক বাবা মা। কোন বিষধর সাপেই কামড়েছে তাকে বুঝতে পেরেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় বাবা-মা তবে হাসপাতাল না নিয়ে গিয়ে তাকে নিয়ে যাওয়া হয় ওঝার কাছে । দীর্ঘক্ষন ওঝা চালায় নিজের পদ্ধতি ঝাড় ফুঁক চলে দীর্ঘক্ষণ । তবে পরিস্থিতি বেগতিক হচ্ছে বুঝতে পেরেই সত্তর চিকিৎসালয় নিয়ে যাবার পরামর্শ দেয় কিশোরের বাবা মা। এরপর দ্রুত সেই কিশোরকে এক হাসপাতালে নিয়ে গেলেই মৃত বলে ঘোষণা করে। চিকিৎসকরা।

স্থানীয় বাসিন্দা সুমিত্রা দাস বলেন

Byte

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *