Mosjid

আবাস যোজনা নামে প্রতারণা

সরকারি কর্মীর পরিচয় দিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ

ভুয়ো পরিচয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সাধারণ মানুষকে ডাহা ঠকানো

না কোন ওটিপি না কোন পাসওয়ার্ড এসব কিছু ছাড়াই রাতারাতি ব্যাংকে একাউন্ট থেকে টাকা হাফিস

 

 

 

 

 

দিনে দুপুরে প্রতারণা আবাস যোজনার সার্ভের নাম করে সাধারণ মানুষকে নিঃস্ব করার ফাঁদ। কয়েক হাজার টাকার খোয়ালেন কোচবিহারের মেখলিগঞ্জ এর জামালদহের এই পরিবার। ব্যাংক ব্যালেন্স চেক করতেই মাথায় হাত মহিলার। সমস্ত টাকা উঠাও।

। জানা যায় আবাস যোজনায় ঘরের সার্ভের নামে জামালদহ আশ্রম পাড়া নিবাসী আনন্দ দাসের বাড়িতে শুক্রবার দুই যুবক বাইক নিয়ে আসে। পরবর্তিতে ফিঙ্গার প্রিন্ট মেশিনে আঙ্গুলের ছাপ নেয় অপরিচিত যুবক। আবাস যোজনার বাড়ি পাবার কথা আছে তাই এই যুবকের কথায় বিশ্বাস করে যান আনন্দ দাসের পরিবারের লোকেরা। এমনকি তাদের বাড়ি সংলগ্ন আরো দুটি বাড়িতে ঘরের সার্ভের নামে আঙ্গুলের ছাপ নেয় তারা। এ কিছুক্ষণ পরই ঘটে সেই ঘটনা হঠাৎই আনন্দ দাসের স্ত্রী টুলটুলির মেয়ের ফোন আসে। সন্দেহ হওয়ায় ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট চেক করতেই চক্ষু চড়ক গাছ মহিলার। জমানো ৩৮০০ টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছে বলে টুলটুলিকে জানান ব্যাংকের ম্যানেজার।

Byte

ঘটনা জেরে ইতিমধ্যেই আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে ।এমন ভাবে কেউ অজ্ঞাত পরিচয় দিয়ে প্রতারণা করতে থাকলে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব কে নেবে.! প্রশ্ন উঠছে প্রশাসনের উপর।

ভাগ্যক্রমে স্থানীয় অঞ্জলী দাস ও আরতি দাসের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেনি সেই যুবকরা। এখনও যুবকদের পরিচয় জানা যায়নি।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *