Social mefia

খোলা মেলা জামাকাপড় পরে সোশ্যাল মিডিয়ায় ছবি!

অশালীন!

চাকরি হারালেন দুই মডেল

এত জামা থাকতে এই জামা কেন!

ছবি দেখেই একেবারে না পসন্দ

ফোন করে চাকরি থেকে বের করে দিলেন দুই মডেলকে ।

 

এমন ও হয়!

শুধুমাত্র খোলা মেলা জাম কাপড় পরে ছবি দিতেই এই কান্ড।

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে জামা কাপরের জন্য চাকরি খোয়ালেন এই তরুনীরা।

 

 

 

 

 

 

 

একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে পোশাকের জন্য চাকরি হারালো দুই মডেল এবং শুধুমাত্র খোলামেলা জামা কাপড় পড়ার জন্য চাকরি হারানোর ঘটনা যেন একেবারে অবিশ্বাস্য। তবে কি আজও পোশাক ই সার্টিফিকেট দেয় চরিত্রের ? এবার শুধুমাত্র খোলামেলা জামা কাপড় পড়ে সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করার জন্য চাকরি হারালো দুই মডেল। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাকাউন্ট পর্যন্ত ব্লক করে দেয়া হয়।

 

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার সোদপুরের দুই মহিলা শিল্পী ও উঠতি মডেল শ্রী ভদ্র এবং সন্নতি মিত্র। তার মধ্যে শ্রী ভদ্র ২০১৭ সালে মিস কলকাতা হয়েছিলেন। তারপর থেকে কয়েকটি অনলাইন সংস্থায় কাজ করছেন তিনি। তার বান্ধবী সন্নতি মিত্রও একই সংস্থাতেই কাজ করছিলেন। হঠাতই তারা যে অনলাইন বিজনেস অ্যাপের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতেন সেখান থেকে নোটিশ পাঠানো হয়, এবং বরখাস্ত করা হয় কাজ থেকে কিন্তু কেন! এরপরে জানা যায় আসল কারণ জানা যায় খোলামেলা জামাকাপড় পড়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্যই চাকরি দিয়েছে তাদের ।

 

এই ঘটনার পরই কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করে তারা তাদের দাবি বিনোদন জগতের বড় বড় অভিনেতা অভিনেত্রীরা যখন খোলামেলা পোশাক পড়ে পোস্ট করেন তখন মানুষ সেটা স্বাভাবিকভাবেই মেনে নিতে পারে। অথচ আমাদের মত ছোটখাটো স্ট্রাগেলিং মডেলরা যখন একই জামা কাপড় পড়ে তখন মানুষ তা মেনে নিতে পারে না। সমাজের এই দ্বিচারিতার বিরুদ্ধেই এদিন তাদের অবস্থান ছিল এই মর্মেই। তারা এদিন নিউটাউনের রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করে।

Byte

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *