Sorkari

সরকারি প্রকল্পের জন্য আনা পাইপ

সেই পাইপই রাতারাতি যাচ্ছে উবে।

সরকারের লক্ষাধিক টাকার পাইপ হয়ে যাচ্ছে হাফিস

অবশেষে জালে ধরা পড়লো চোরেরা

তাদের চুরির কৌশল দেখলে চক্ষু চরক গাছ হয়ে যাবে আপনার

দামি স্করপিও গাড়ি, সরকারি কর্মচারীদের মত জামাকাপড়

এমন ছদ্মবেশেই দীর্ঘদিন ধরে পাইপ চুরি করছেন এরা অবশেষে সমস্ত জারি জুরি হলো ফাঁস।

 

 

 

 

 

 

এই চোরেদের কান্ড দেখলে মাথায় হাত পড়বে আপনারও চুরি করতে কত ঝুঁকি একথা বেরোবে আপনার মুখ থেকেও। চুরি করার ছদ্মবেশ নিতে গিয়ে কার্যত দেউলিয়া হওয়ার পথে চোরেরা। ঠিক কি হয়েছিল?

জানা যাচ্ছে

। উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুরের ১৬ নম্বর রেলগেট এলাকায় এক জন প্রকল্প নির্মাণের কাজ চলছে। যার দরুন প্রচুর বৃহৎ আকৃতির জলের পাইপ এনে রাখা হয়েছে ওই এলাকায় নিরাপত্তা বেষ্টনীতে ঢেকেও ফেলা হয়েছে চারিপাশ তবে তার পরেও সেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে দীর্ঘদিন ধরে চলছে পাইপ চুরি। গোপালনগর থানায় অভিযোগ দায়ের করা হয় আর অবশেষে সেই জালে ধরা পড়ে অভিযুক্তরা জানা যায় চুরি করার জন্য একটি স্করপিও গাড়ি ব্যবহার করতেন তারা জামা কাপড় পড়তেন একেবারে সরকারি চাকুরিজীবীদের মতো যাতে কারো সন্দেহ না হয়।

0;00-0;31

এভাবে আশিটি পাইক তারা চুরি করেছেন। যার মধ্যে ইতিমধ্যেই 27 টি পাইবো উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

 

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শারুক আহমেদ মন্ডল, নদীয়ার চাকদা থানার শিবপুর গ্রামের বাসিন্দা। সুব্রত সরকার, গোপালনগর থানার ফুলবাড়ী গ্রামে বাসিন্দা। বিধান মুন্ডা এবং অনুপম বিশ্বাসের বাড়ি গোপালনগরে। আটক করা হয়েছে সেই ট্রাক এবং একটি স্করপিও গাড়ি।

0;38-1;12

 

ধৃতদের ইতিমধ্যেই পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাকি পাইপ উদ্ধারের পাশাপাশি এই চুরির ঘটনায় আরো কারা জড়িত আছে কিভাবে চলতো এই গোটা প্রক্রিয়া, তা জানতে ধৃতদের জিজ্ঞাসা বাদ চালানো হচ্ছে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *