ভাইরাল আরো এক ওইমার শিট।
হোয়াইটনার দিয়ে মুছে ফেলা হয়েছে ভুল উত্তর।
নতুন করে সঠিক উত্তর দেওয়া।
ভালো করে দেখুন এই শিট ।
পরীক্ষার্থীর ও এম আর শিট ঘিরে ফের জল্পনা।
দেখা যাচ্ছে ভুল উত্তরগুলোকে হোয়াইটনার দিয়ে মিটিয়ে নতুন করে গোল করা হয়েছে সঠিক উত্তরগুলোতে।
বর্তমানে এই ও এম আর শিট টি যার
সে স্কুলের শিক্ষিকা
ও এম আর শিট ভাইরাল হতে প্রশ্ন উঠছে তবে কি এক্ষেত্রেও দুর্নীতি!
বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় প্রতিদিনই নতুন কিছু বিষয় তথ্য আসছে সামনে। দুর্নীতি করে চাকরি পেয়েছে এমন হাজার হাজার পরীক্ষার্থীর চাকরি হয়েছে বাতিল । তার মধ্যে কিছু জনের ও এম আর শিট প্রকাশ্যে আসতেই দেখা গেছে কিভাবে শূন্যকে করা হয়েছে ৫২ । । এবার সোশ্যাল মিডিয়ার ভাইরাল আরো এক ওএমআর শিট।
নেহাতি মামুলি ও এম আর শিট নয় এটি। এই ও এম আর শিটে দেখা যাচ্ছে সাদা কালি দিয়ে ভুল দেওয়া উত্তরগুলো গোল করে কালো কালি দিয়ে সঠিক উত্তরগুলো দাগ দেওয়া রয়েছে। আর তাতেই উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে ওয়েমার শিটে এমন ভাবে উত্তর দেওয়া কি যায়! আর দিলেও তা চাকরিপ্রার্থী নিজে করেছে না পরবর্তীকালে কোন কারসাজি হয়েছে ওই শিটে ।
ঘটনাচক্রে জানা যায় এই শিট ভগবানগোলা ব্লক ১-র পি.ডাব্লু.ডি. মোড়ের বাসিন্দা রেশমা খাতুনের ।
বর্তমানে রেশমা খাতুন ফারাক্কার অর্জুনপুর হাইস্কুলের শিক্ষিকা। ওনার বক্তব্য, পরীক্ষা দেওয়ার সময় ভয় লাগছিল, নার্ভাস হয়ে গিয়ে সঠিক উত্তর জানা সত্ত্বেও ভুলটাই গোল করে দিয়েছিল। সে কারনে আর একটা ওএমআর সিট পরীক্ষকের কাছে চাইলে তিনি জানান সেটি নিয়ম বহির্ভূত। সে কারনে পরীক্ষক এবং অন্যান্য পরীক্ষার্থীদের পরামর্শে সাদা কালী ব্যবহার করে ভুল মার্ক করা উত্তরগুলোর উপর সাদা কালি দিয়ে সঠিকটি চিহ্নিত করেন।
Byte0;00-0;40
জানা যায় ২০১৬ সালের প্যানেলে পরীক্ষা দিয়ে ২০২৩ সালে চাকরি পেয়েছেন রেশমা ।২০২২ সালের ডিসেম্বর নোটিসের ডাক পেয়েছে তার পরিপ্রেক্ষিতেই জানুয়ারি মাসের চাকরিতে যোগ দেয়।
। ।
অন্যদিকে এলাকায় এমন ঘটনা ঘটেছে তা জানতে পেরেই সুর ছড়িয়েছে বিরোধীদলেরাও। রেশমা খাতুন প্রসঙ্গে চাকরি দুর্নীতি কথা টেনে নিয়ে এসে ব্লক ১-র সিপিএম এরিয়া কমিটির সম্পাদক কামাল হোসেন বলেন রাজ্যে সাদা খাতা জমা দিয়েও শিক্ষা শিক্ষিকা হয়েছে একাধিক তাদের চাকরি যাওয়াই উচিত।
এ বিষয়ে ভগবানগোলা বলেন
Byye0:00-0;38
Leave a Reply