Footge

Footge

 

আপনিও কি দীর্ঘদিন ভুগছেন মাইগ্রেনের সমস্যায়?

কিংবা আপনারও কি পরিবারে কেউ আর্থারাইটিসের ব্যথায় ভুগছে ?

দীর্ঘদিন আলোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক কোন কিছুতেই হচ্ছে না মুশকিলাশান?

তবে আপনি কি জানেন

চিকিৎসা বিদ্যায় রয়েছে আরও এক পদ্ধতি যাতে কোনরকম ওষুধ ইনজেকশন ছাড়াই নিমেষে সেরে উঠবেন আপনি।

0;00-0;20 lok paka chul

0;00-0;16 binuni dida

শরীরের বিশেষ কিছু অংশে চাপ দিলেই কঠিন থেকে কঠিনতর ব্যাধি হয়ে যাবে হাফিস?

শুধু চাই হাতের জাদু.।

এবার সেই চিকিৎসা বাংলাতেও

 

 

 

 

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে যতই জীবন এগিয়ে চলছে ততই মানুষ হয়ে পড়ছে অলস । প্রযুক্তি হয়তো জীবনকে অনেক সহজ থেকে সহজতর করে ফেলেছে তবে তার ফলে জীবনে এসছে একাধিক রোগের উপদ্রব। অস্বাস্থ্যকর জীবনযাত্রার ফলে ঘাড়ে চেপে বসে সেসব ব্যাধি তবে অনেক সময় দেখা যায় জিনগত কারণে ও হচ্ছে একাধিক রোগ ।সে ক্ষেত্রে যদিও মানুষের প্রত্যক্ষভাবে কোন দোষ থাকে না। তবে ভোগান্তি পোহাতে হয়। যেমন আর্থ্রাইটিস যাকে বাংলায় বলে বাত । দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করলেও সারছে না বাতের ব্যথা । ঠিক তেমনি অসহ্যকর মাইগ্রেন। অনেকেরই শোনা যায় ওষুধ খেলেও কমছে না মাইগ্রেনের যন্ত্রণা।

একাধিক ব্যাধি রয়েছে যার জন্য আপনি ইতিমধ্যেই চেষ্টা করে ফেলেছেন আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথি পদ্ধতি তবে দিনশেষে ফল মেলেনি নেই কিছুই । তবে আপনি কি জানেন চিকিৎসা বিজ্ঞানে রয়েছে আরও এক পদ্ধতি যেখানে কোনরকম ওষুধ অপারেশন ইনজেকশন ছাড়াই সারবে আপনার ব্যাধি। বহু প্রাচীন ভারতীয় উপমহাদেশে সৃষ্ট যোগ প্রাণায়াম আকুপ্রেসার এ ধরনের চিকিৎসা পদ্ধতিও এখন বিজ্ঞানসম্মত।

 

আকুপ্রেশার ক্রমশ জনপ্রিয়তা অর্জন করছে। কারণ কোনরকম উপাদান ঔষধ পথ্য ছাড়াই, শরীরের বিশেষ কয়েকটি অংশে, এবং হাতের ও পায়ের তালুর নিচে চাপ দিয়েই নির্মূল হচ্ছে কঠিন ব্যাধি।

0;00-0;15 chosma mohila

 

মানবদেহে থাইরয়েড অ্যাড্রিনাল, পিটুইটারি অগ্নাশয়ের মত অন্তক্ষরণগ্রন্থি থেকে নির্গত রস মাংসপেশী এবং নার্ভের উপর অত্যন্ত ফলপ্রসু হিসেবে কাজ করে। আর যার নিয়ন্ত্রণ হিসাবে সুইচ রয়েছে আপনার নিজের দেহেই।

 

মাথাব্যথা, মাইগ্রেন, সাইনাস, আর্থারাইটিস, স্পন্ডলাইসিস, লিভারের সমস্যা, অ্যালার্জির মতো একাধিক সমস্যায় আকুপ্রেসার চিকিৎসা পদ্ধতিতে মুহূর্তের মধ্যেই মুক্তি পাওয়া যায়। এ ছাড়াও স্নায়ুর নানা সমস্যা, স্নায়ুর রোগ, পক্ষাঘাত, উচ্চ রক্তচাপ, থাইরয়েডের সমস্যাতেও এই পদ্ধতি অত্যন্ত কার্যকরী।

 

 

বর্তমানে সারা দেশব্যাপী বিভিন্ন যোগ সেন্টারের যুক্ত রয়েছেন এই আকুপ্রেশারের অভিজ্ঞ প্রশিক্ষক। যা এখন বাংলাতেও

সম্প্রতি নদিয়ার শান্তিপুর মাতালগড় লোকনাথ মন্দিরে আয়োজিত যোগা সম্মেলনে এসেছিলেন চাকদহ এর গোপাল বিশ্বাস। তিনি শিখিয়ে গেলেন চট জলদি কিছু স্বাস্থ্য টিপস। হাতে এবং পায়ের তালু কোন পয়েন্টে কতবার চাপ দিলে কি কি রোগ নিরাময় হবে তাও বললেন সবিস্তারে।

0;00-0;55 hate pencil

তবে এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন এই পদ্ধতির কোন সাইডএফেক্ট রয়েছে কিনা? চিকিৎসকরা জানায়

পার্শ্ব প্রতিক্রিয়া খুব বেশি না থাকলেও অন্তঃসত্ত্বা মহিলা, দিনে দুবারের বেশি এবং টানা দুই মিনিটের বেশি এই পদ্ধতি ব্যবহার না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *