Uttarpara

উত্তরপাড়ায় দুষ্কৃতীদের তাণ্ডব

ডিম ব্যবসায়ীর উপর চড়াও দুষ্কৃতীরা

প্রথমে ছুরি তারপর বন্দুক

ডিম ব্যবসায়ীকে জানে মারার প্রচেষ্টা

সুকৌশল অবলম্বনে ডিম ব্যবসায়ের উপর চড়াও

সর্বসমক্ষে দিনের বেলা রাস্তা দিয়ে যেতে গিয়ে যেতে গিয়ে ঘোর বিপদে ব্যবসায়ী

সিসিটিভি ফুটেজ সামনে আসতেই দেখা গেল হাড় হিম করা সেই ঘটনা

সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝতে পারবেন ভয়াবহতা

 

 

 

দিনে দুপুরে ভয়াবহ কান্ড ।দুষ্কৃতিদের হামলায় আহত ডিম ব্যবসায়ী। স্কুটি থামিয়ে রাস্তার মাঝে ডিম ব্যবসায়ীকে রাস্তায় ফেলে দিয়ে স্কুটি নিয়ে পালালো দুষ্কৃতীরা। বন্দুক ছুরি ব্যবহার করে ব্যবসায়ীকে মারার চেষ্টা কার্যত সারা ফেলে দিয়েছে এই দুর্ঘটনা। আহত ব্যবসায়ী।

 

 

 

জানা যায়

অন্ধ্রপ্রদেশ থেকে আসা ডিমের গাড়ি খালি করতে যাচ্ছিলেন রাজীব সরকার।তিনি জানান অন্ধ্রপ্রদেশের বিজয়ওায়াড়া থেকে ডিম মাসে চারবার আসে ব্যবসায়ীর কাছে। এদিন সেই ডিমের গাড়ি খালি করতেই তিনি যাচ্ছিলেন মাঝপথে রাস্তা আটকে দাঁড়ায় তিন চার জন দুষ্কৃতী। ভোর চারটে নাগাদ মুখ ঢাকা ৫-৬ জন দুষ্কৃতী এসে আক্রমণ চালায় স্থানীয় ডিম ব্যবসায়ী রাজীব সরকারের উপরে।ডিমের গাড়ি খালি করতে স্কুটি নিয়ে ঘোষপারা ঘাটে যাচ্ছিলেন ব্যবসায়ী।ব্যবসায়ীর অভিযোগ,তার পথ আটকে দাঁড়ায় দুষ্কৃতিরা।প্রথমে ছুরি চালায় ছুরির আঘাত থেকে বাঁচতে মাটিতে পরে যান ব্যবসায়ী।মোবাইল বের করার চেষ্টা করতেই বন্দুক থেকে গুলি চালিয়ে দেয়।ব্যবসায়ীর স্কুটি নিয়ে চম্পদ দেয় দুষ্কৃতিরা।

 

ইতিমধ্যেই গুলির আওয়াজ এ ততক্ষণে ডিমের গাড়ির চলক বেরিয়ে আসেন। তখনই দেখা যায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন এই ব্যবসায়ী তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন শ্রীনিবাস রাও ফে গাড়ি চালক।

 

তবে ঘটনা এখানেই সমাপ্তি ঘটে না প্রশ্ন হচ্ছে কেনই বা দুষ্কৃতীরা ডিম্বয়ের উপর চড়াও হল কি উদ্দেশ্য ছিল তাদের?

 

চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান,ব্যবসায়ীর উপর আক্রমণের মোটিভ খোঁজার চেষ্টা চলছে।

অন্যদিকে নিজের এলাকায় এমন ঘটনার কথা জানতে পেরে নিজের প্রতিক্রিয়া জানান পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব

0;16-0:55

এই ঘটনার পর বিরোধীদল এদের দাবি প্রশাসনিক গাফিলতির জেরে ক্রমাগত বেড়ে চলেছে এই ধরনের ঘটনা।

 

0;00-0;50

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *