অভিষেকের কর্মসূচীতে
আহত অখিল গিরি
অভিষেকের দেহরক্ষীর হাতে আহত মন্ত্রী অখিল গিরি।
জনসমক্ষে টেনে হিঁচড়ে সরানো হল রাজ্যের মন্ত্রী কে।
নবজোয়ার কর্মসূচির মাঝেই চরম বিশৃঙ্খলা।
আহত মন্ত্রী।
ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য গোটা রাজ্যজুড়ে।
তৃনমূলের নব জোয়ার ইতিমধ্যেই ৩০ দিন অতিক্রম করেছে। এই ৩০ দিনে মানুষ দেখেছে জেলার বিভিন্ন রকম চিত্র। কোথাও তৃনমূল ছেড়ে যাওয়ার হিড়িক তো কোথাও প্রাক্তন কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস বলেছেন আমি তৃণমূলেই ছিলাম.। এমনই একাধিক ঘটনার মধ্যে দিয়ে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি বর্তমানে সাড়া ফেলে দিয়েছে গোটা রাজ্যে। প্রতিদিনই হাজার হাজার মানুষ কেবল অভিষেক বন্দ্যোপাধ্যায় কে এক ঝলক দেখার জন্য পৌঁছে যাচ্ছে জেলার প্রান্তিক স্তরে। যথারীতি এই জনসমাগম সুস্থভাবে সম্পন্ন করতে প্রশাসনিক সাহায্য নিতে হচ্ছে তাদের।
সাম্প্রতি কাঁথিতে জনসভা করতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এবার সেই জনসভাতে নজর কারা ভিড় দেখল রাজ্য
কাঁথিতে অভিষেকের নবজোয়ার যাত্রায় ব্যাপক ভীড়,। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে এক ঝলক দেখার জন্য রীতিমতো কাতারে কাতারে মানুষ আসছে সভাতে ।
ঘটনার দিন শুরু থেকেই দেখা যায় চরম ভিরভাট্টা ।অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যতিরেকে সভায় এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। এই ভিড় সামাল দিতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সুরক্ষার কথা মাথায় রেখে অভিষেকের দেহরক্ষীদের দেখা যায় খানিক ভিড় ঠেলেই অভিষেককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এর মাঝে হঠাৎ অভিষেকের দেহরক্ষীদের ভিড় সামাল দিতে গিয়ে দেখা যায় রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে কার্যত ঠেলে সরিয়ে দিচ্ছেন তারা।
কাঁথি দেশপ্রাণ ব্লকের চণ্ডী ভেটীর কাছে অভিষেকের নব জোয়ার যাত্রার মিছিল পৌঁছানোর পরেই এই ঘটনা লক্ষ্য করা যায়। দেখা যায় রাজ্যের মন্ত্রী অখিল গিরি ধাক্কা মেরে, টেনে হিঁচড়ে সরানোর হয় । পরবর্তীকালে জানা যায় আহত হয়েছেন মন্ত্রী অখিল গিরি। যদিও এখনো পর্যন্ত এই নিয়ে মুখ খুলতে নারাজ অখিল গিরি।
Leave a Reply