Jj

রেশন কার্ড হোন্ডারদের জন্য নতুন নিয়ম
আপনি কি রেশন কার্ড হলেন তাহলেই পাবেন পাঁচ কেজি চাল বিনামূল্যে।
বিশেষ এই রেশন কার্ডের হোল্ডার যদি আপনি হন তাহলে জুন মাসে পাবেন আরো বেশি চাল গম
আপনি কি জানেন আপনার রেশন কার্ড অনুযায়ী ঠিক কত পরিমাণ চাল আপনার পাওয়া উচিত?
আপনার রেশন ডিলার আপনাকে ঠকাচ্ছে না তো?

 

কেন্দ্র ও রাজ্য সরকার বরাবর রেশন ব্যবস্থার মধ্য দিয়ে বেশিরভাগ মানুষকেই খাদ্য সুরক্ষা আইনের আওতায় সাহায্য করে থাকে। কিন্তু আপনাকে জেনে নিতে হবে রেশন কার্ডের খাদ্য তালিকা বা রেশন দোকানে গিয়ে কোন কোন খাদ্যদ্রব্য আপনি কতটা পরিমাণে পাবেন। আগামী মাসে যখনই রেশন দোকানে যাবেন অবশ্যই জেনে নেবেন জুন মাসের খাদ্যসামগ্রীর লিস্ট এবং নতুন নিয়ম কি সেই বিষয়ে। এছাড়া আপনার প্রাপ্ত রেশন সম্পর্কেও আগে থেকে জানতে পারবেন।

এই বছরই রেশন কার্ড হোল্ডারদের জন্য নতুন নিয়ম চালু করেছে সরকার। রেশন দোকানে গিয়ে খাদ্যদ্রব্য সংগ্রহের ক্ষেত্রে মানতে হবে নতুন নিয়ম। এই বিরাট পরিবর্তনের আওতায় কিন্তু আপনিও পড়ছেন। তাই জুন মাসে যখনই যাবেন রেশন দোকানে খাদ্য সামগ্রী তুলতে তার আগে আপনাকে অবশ্যই রাজ্যের খাদ্য দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী কোন কোন খাদ্যদ্রব্য কতখানি পরিমাণে আপনি পাবেন, সেই বিষয়টি একবার বিস্তারিত জেনে নিন।

রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী দেওয়া হবে এই খাদ্য সামগ্রী। RKSY- I বা Rajya Khadya Suraksha Yojana, যেসব ব্যক্তিদের এই ক্যাটাগরির রেশন কার্ড আছে, তারা বিনামূল্যে পাবেন জুন মাসে (Ration iteme in June) মাথাপিছু ৫ কেজি করে চাল। যদি কোনো পরিবারের ১০ জন সদস্য থাকে তাহলে তারা প্রত্যেক মাসে ৫০ কেজি করে চাল পাবেন। এই কার্ডে আগের থেকে বরাদ্দ বাড়ানো হয়েছে। এছাড়া RKSY-II এই ক্যাটাগরির রেশন কার্ড যাদের রয়েছে তারা জুন মাসে মাথাপিছু ২ কেজি করে চাল একেবারে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। এই পর্যায়ের রেশন কার্ডধারীদের জানানো হয়েছে, যারা এখনও আধার লিংক এবং মোবাইল নম্বর লিংক করেন নি, তাদের অবশ্যই লিংক করতে হবে, নয়তো তারা রেশন সামগ্রী পাবেন না।

AAY বা Antyodaya Anna Yojana আপনাদের মধ্যে যে সমস্ত পরিবারের অন্ত‍্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড রয়েছে, তারা কিন্তু পরিবার পিছু এই মাসে বিনামূল্যে ২১ কেজি চাল, ১৩ কেজি ৩০০ গ্রাম আটা, এবং ১৪ কেজি করে গম পাবেন। যদি কোনো কারণে গম না থাকে তাহলে দেওয়া হবে সেই পরিমাণ অনুযায়ী আটা। এছাড়া পাওয়া যাবে প্রত্যেক মাসে ১ কেজি করে চিনি। অন্যদিকে, Special Priority HouseHold বা SPHH রেশন কার্ড যাদের রয়েছে, তারা কিন্তু PHH রেশন কার্ডের মতই খাদ্যদ্রব্য পাবেন। তবে একই পরিমাণে খাদ্যদ্রব্য রেশন দোকান থেকে পেয়ে যাবেন। এছাড়া, কার্ড বা মাথাপিছু ৩ কেজি করে চাল, ১ কেজি ৯০০ গ্রাম করে আটা এবং ২ কেজি করে গম পাবেন। কোনো পরিবারে যদি সদস্য সংখ্যা ৫ জন হয়, তবে তারা সর্বমোট ১৫ কেজি করে চাল পাবেন।

PHH বা Priority HouseHold এই রাজ্যে যাদের কাছে PHH রেশন কার্ড রয়েছে, তারা কিন্তু বিনামূল্যে পেয়ে যাবেন মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম আটা এবং ২ কেজি করে গম। যদি কোনো পরিবারে ৫ জন সদস্য থাকেন তাহলে ১৫ কেজি চাল পাবেন। এই শ্রেণীর কার্ডধারীরা আগের মাসে যেমনটা Ration Items List পেতেন, ঠিক তেমনি পাবেন এই মাসেও। এমনকি সেই পরিমান খাদ্য সামগ্রী বিনামূল্যেই পাবেন


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *