Tap

ফের তীব্র তাপপ্রবাহে পুড়তে চলেছে বাংলা

এখনি স্বস্তি নেই গরমের হাত থেকে।

ফের বৃদ্ধি পাবে তাপমাত্রা।

সতর্ক করল আবহাওয়া দপ্তর।

একাধিক জেলায় চলবে চরম অস্বস্তি

গরমে তেতে ওঠা কেবল সময়ের অপেক্ষা!

জানেন কত থাকবে রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা?

 

 

চলতি বছর কোনভাবেই স্বস্তি মিলছে না রাজ্যের বাসিন্দাদের। স্বস্তি মিলছে না মূলত গরম থেকে। মাঝে মাঝে কালবৈশাখী আর বৃষ্টি হালকা স্বস্তি দিলেও ফের হু হু করে বাড়ছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই জেলায় জেলায় তাপমাত্রার পারদ ৩ থেকে ৪° বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে হাওয়া অফিসের তরফ থেকে নতুন করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে।

 

হাওয়া অফিসের তরফ থেকে বুধবার জানানো হয়েছে, আগামী দিন চারেক দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। তাপমাত্রার পারদ ৩ থেকে ৪° বৃদ্ধি পাবে। নতুন করে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি পার করবে এমনই আশঙ্কা করছে হাওয়া অফিস। এমনকি হাওয়া অফিসের এই পূর্বাভাসের দিকে তাকিয়ে রাজ্য সরকারের তরফ থেকে সরকারি স্কুলে গরমের ছুটি নতুন করে বাড়ানো হয়েছে।

 

তবে তাপপ্রবাহের এই যে সর্তকতা জারি করা হয়েছে তার মাঝে বৃহস্পতিবার অর্থাৎ আজ ঝড় বৃষ্টির মুখোমুখি হতে পারে একাধিক জেলা এমনটাও জানানো হয়েছে। ঝড় বৃষ্টির মুখোমুখি হতে পারে যে সকল জেলা সেগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা। এই সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

শুক্রবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি করতে পারে একাধিক জেলায়। ঐদিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে। অন্যদিকে ৫ জুন অর্থাৎ শনিবার তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়াতে। শুধু তাই নয় এর পাশাপাশি উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরেও তাপপ্রবাহের সর্তকতা রয়েছে।

 

রাজ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে সরকারি স্কুল খোলার বিষয়ে সময় দেওয়া হয়েছিল ৫ জুন এবং ৭ জুন। ৫ জুন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক আর ৭ জুন প্রাথমিক স্কুল খোলার ঘোষণা করা হয়েছিল। কিন্তু নতুন করে হাওয়া অফিসের পূর্বাভাসের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছুটি আরও বাড়িয়ে করে দেন ১৫ জুন পর্যন্ত।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *