দুস্কৃতীদের তাণ্ডব!
মন্দিরের ভিতরে ঢুকতেই পারছে না সেবাইতরা
মন্দিরের অভ্যন্তরে রাজনৈতিক হস্তক্ষেপ
তাদের আদেশেই দীর্ঘদিন ধরে তালা ঝুলছে মন্দিরের গেটে।
মা তারার দর্শন পেতে গিয়ে কাঠ ঘর পোড়াতে হচ্ছে সাধারণ মানুষকে।
রাজনৈতিক নেতার আদেশ ছাড়া মন্দিরের ভেতরকার গাছের পাতা পর্যন্ত নড়ছে না।
চরম বিপাকে এলাকাবাসী।
ধর্মীয় স্থান নিয়েও রাজনীতি। রাজনৈতিক ব্যক্তির অঙ্গুলী হিলনে চলছে চরম অরাজকতা । যখন তখন হুগলীর তারকেশ্বরের তেঘরী শ্রী রক্ষা কালী মন্দিরের গেটে ঝুলছে তালা । বছরের পর বছর ধরে পুজো করা মন্দিরের সেবাইতদের ঢুকতে দেয়া হচ্ছে না মন্দিরে। সাধারণ মানুষ থেকে পুরোহিতরা ঢুকতে চাইলে বলপূর্বক ঝামেলা শুরু করছে দুষ্কৃতীরা।, বেশ কিছুদিন ধরেই দশ বারো জন দুষ্কৃতী এমনই কান্ড ঘটাচ্ছে। স্থানীয় মানুষদের দাবি কোন রাজনৈতিক নেতার মদতেই ঘটছে এমন ঘটনা। আর এতে গ্রাম পঞ্চায়েতেরও যথেষ্ট যোগ আছে সে ব্যাপারে নিশ্চিত স্থানীয় মানুষ।
পুরোহিতদের দাবি, গ্রামের ১০-১২ জন দুষ্কৃতি জোর করে জবর দখল করে রেখেছে পুজোর মন্দির। বংশ পরম্পরায় বর্ধমানের রাজার থেকে পাওয়া সেই মন্দিরের পুজোর দায়িত্বভার সামলেছেন ওই পুরোহিতদের পরিবার। কিন্তু গ্রামের কিছু দুষ্কৃতী শেষ কয়েক বছর ধরে মন্দিরে সেবাইত দের প্রবেশ করতে দিচ্ছে না।
Byte
এই বিষয়ে ওই অঞ্চলের প্রধান স্বরূপ কুমার ঘোষ তিনি জানান, মন্দিরটি বরাবরই গ্রামবাসীদের ছিল। গ্রামের লোকেরাই নির্ধারণ করে মন্দিরের সমিতি গঠন করা হয়েছে। গ্রামের মন্দিরের পুজোয় গ্রামবাসীদের কোন সমস্যা হয় না। এবং পুরো ঘটনার মধ্যে কোন রাজনীতির যোগাযোগ নেই ।
Byte
তবে গ্রামের একাধিক মানুষের এই অভিযোগ কে ফেলে দেওয়া কি যায়! গ্রামের একাধিক মানুষের এই নিয়ে কার্যত অতিষ্ঠ।
Leave a Reply